মরশুম শেষে শীর্ষে থাকতে চান জুয়ান

কাল মোহনবাগানের সামনে নর্থইস্ট

Must read

প্রতিবেদন : আইএসএলে শেষ চার ম্যাচে অপরাজিত মোহনবাগান (ISL- ATK Mohun Bagan)। তবে জয়ের হ্যাটট্রিক করেও শেষ ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে কোনওরকমে হার বাঁচিয়েছে সবুজ-মেরুন। শনিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবেন হুগো বুমোসরা। এবারের আইএসএলে এখনও একটিও পয়েন্ট ঘরে তুলতে না পারা নর্থইস্ট লিগের লাস্ট বয়। তবু মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ।

শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন করে গুয়াহাটি রওনা হবে মোহনবাগান (ISL- ATK Mohun Bagan)। ম্যাচের দু’দিন আগেই প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে আসেন জুয়ান। স্প্যানিশ কোচের সঙ্গী ছিলেন ডিফেন্ডার আশিস রাই। মোহনবাগান কোচ বললেন, ‘‘প্রতিপক্ষ যেই হোক, আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। যত বেশি ম্যাচ জিতব, ততই মরশুম শেষে শীর্ষে থাকার সম্ভাবনা আমাদের বাড়বে। মুম্বই, ওড়িশা, হায়দরাবাদ লড়াই করছে। আমরাও করছি।’’ নর্থইস্ট লিগে সবার নিচে থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না বাগানের স্প্যানিশ বস। জুয়ানের কথায়, ‘‘এটা একেবারেই সহজ ম্যাচ নয়। ওরা লিগ টেবলে সবার নিচে থাকলেও লড়াই হবে। কারণ, ওরাও ঘুরে দাঁড়াতে চাইবে। আমাদেরও ৩ পয়েন্ট দরকার। ফুটবলে সহজ বলে কিছু হয় না। দলকে হালকা মেজাজে থাকতে বারণ করেছি। নিজেদের লক্ষ্য থেকে সরছি না আমরা।’’

আরও পড়ুন-আজ কোচিতে আইপিএলের মিনি নিলাম

Latest article