ভারত-নেপাল সীমান্ত থেকে ধৃত কেএলও জঙ্গি

বিশেষ সূত্রে খবর পেয়ে এসটিএফ নেপালের ভদ্রপুর সীমান্তের দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে কেএলও জঙ্গি ধর্ম কুমারকে। তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করে এসটিএফ।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বিশেষ অভিযান চালিয়ে ভারত-নেপাল সীমান্ত থেকে কেএলও জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করল এসটিএফ। কেএলও জঙ্গি জীবন সিংহের অনুগামী হিসেবেই পরিচিত গ্রেফতার হওয়া যুবক। ধৃতের নাম ধনকুমার বর্মন ওরফে স্বপন বর্মন। বাড়ি কোচবিহার জেলার হরিরহাট গ্রামে। এসটিএফের ডেপুটি পুলিশ সুপার সুদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ভদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে গ্রেফতার হয়েছে তাকে।

আরও পড়ুন-গ্যাস কেনার টাকা নেই, রিফিলিং নেমেছে ৩০ শতাংশে, উজালার নামে বিজেপির জুমলা

দীর্ঘদিন ধরে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বসবাস করত ধনকুমার। মূলত টাকা তোলা ও অস্ত্র সংগ্রহ করাই ছিল তার মূল কাজ। গত ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডে কেএলও জঙ্গিদের এনএসএন ক্যাম্পে জীবন সিংহের কাছে প্রশিক্ষণ নেয়। বেশ কয়েকরকম অস্ত্র চালানোর ক্ষেত্রে পারদর্শী এই যুবক। সরাসরি ফোনে জীবন সিংহর সঙ্গে যোগাযোগ ছিল এই জঙ্গির। জীবন সিংহর নির্দেশেই নেপালে গা-ঢাকা দেওয়ার জন্যই পালাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে এসটিএফ নেপালের ভদ্রপুর সীমান্তের দেবীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে কেএলও জঙ্গি ধর্ম কুমারকে। তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করে এসটিএফ।

Latest article