বৃষ্টিতে পয়েন্ট ভাগ নাইটদের

আমেদাবাদে সোমবার বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল। মূলত, এই বৃষ্টির জন্য সময়ে খেলা শুরু করা যায়নি। উইকেট আগাগোড়া ঢেকে রাখা হয়।

Must read

আমেদাবাদ, ১৩ মে : ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম ছিল রাত ১০:৫৬। কিন্তু দশটাতেও যখন আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামলেন, তাঁদের মাথায় ছাতা। মোতেরার আকাশে তখনও মেঘ। বৃষ্টির ফোঁটা তখনও চলছে। আম্পায়াররা দুই অধিনায়ককে ডেকে নিলেন বটে, তবে সেটা যে ম্যাচ শুরুর বার্তা দিতে নয় সেটা জলের মতো পরিষ্কার।

আরও পড়ুন-কোটলায় আজ দিল্লির সামনে লখনউ

শেষপর্যন্ত ঘোষণাটা এল সাড়ে দশটার পর। বৃষ্টিতে বাতিল কেকেআর ও গুজরাট টাইটান্সের ম্যাচ। পয়েন্ট ভাগাভাগির শেষে নাইটদের পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট। আট নম্বরে থাকা গুজরাটের ১৩ ম্যাচে পয়েন্ট হল ৯। ফলে এবারের টুর্নামেন্টে শুভমনদের প্লে অফে যাওয়ার ভাবনায় ইতি পড়ে গেল নিজেদের মাঠে। গুজরাট গতবার আইপিএলে পা রেখে চ্যাম্পিয়ন হয়েছিল। হার্দিক মুম্বই চলে যাওয়ায় নেতৃত্ব বদল হয়েছে। কিন্তু শুভমন দলকে সুপার ফোরে নিয়ে যেতে পারেননি, নিজেও রান পাননি।
কেকেআর ১৯ মে রাজস্থানের সঙ্গে শেষ ম্যাচ খেলবে গুয়াহাটিতে। সেই ম্যাচে ফিল সল্ট হয়তো খেলবেন না। বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ড ক্রিকেটারদের দেশে ফিরতে বলেছে ইসিবি। জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ইতিমধ্যেই ফিরে গিয়েছেন। ফলে নাইট শিবির যতই আপসেট হোক, সল্টকে ছাড়াই তাদের হয়তো প্লে অফে খেলতে হবে। তবে নীতীশ রানা ফিরে আসায় ব্যাটিং শক্তিশালী হয়েছে। শুধু নারিন-সল্ট বিধ্বংসী জুটিকে হয়তো এবার আর দেখা যাবে না।

আরও পড়ুন-ফোর টোয়েন্টির গ্যারান্টি কাদের জন্য?

আমেদাবাদে সোমবার বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল। মূলত, এই বৃষ্টির জন্য সময়ে খেলা শুরু করা যায়নি। উইকেট আগাগোড়া ঢেকে রাখা হয়। টস পিছিয়ে যায় অনেকটাই। বৃষ্টির সময় সবথেকে বেশি চাপে ছিলেন শুভমনরা। কারণ, খেলা না হওয়া মানে পয়েন্ট ভাগাভাগি। কিন্তু ১ পয়েন্ট নিয়ে তাঁদের পক্ষে প্লে অফের দৌড়ে ভেসে থাকা সম্ভব হবে না, সেটা অঙ্কের হিসেবে পরিষ্কার হয়ে গিয়েছিল। চারের দৌড়ে টিকে থাকতে কলকাতা নাইট রাইডার্সকে হারাতেই হত এই ম্যাচে। যা হল না।
ম্যাচের আগে গুজরাট টাইটান্স আইপিএল পয়েন্ট টেবলে অষ্টম স্থানে ছিল। কেকেআর ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে। কিন্তু আইপিএলে এভাবে কিছু বোঝা যায় না। না হলে কেকেআর আড়াইশোর বেশি রান করেও পাঞ্জাব কিংসের কাছে হারল কী করে! এদিন সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। রাত আটটায় দেখা গেল শুধু বৃষ্টিই হচ্ছে না, বজ্রপাতেরও হামলা চলছে জোরকদমে। প্লাস্টিক কভারের উপর অনেক জল। জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠেছে, টস ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার।
শেষমেশ লেখাটা একটু বদলে গেল। ভেসে উঠল ম্যাচই বাতিল! শুভমনরা তখন গ্যালারির কাছে বিদায় নিচ্ছেন।

Latest article