দুর্গাপুজোয় পদ্মফুল অপরিহার্য। কারণ শ্রীরামচন্দ্র অকালবোধনে মা দুর্গাকে পদ্ম-নিবেদন করেছিলেন আশীর্বাদলাভে। সেই পদ্মকাহিনী সবার জানা। রামচন্দ্র প্রবর্তিত পুজো-ঐতিহ্য এখন পারিবারিক গণ্ডী ছাড়িয়ে বারোয়ারি অঙ্গনে। দুর্গাপুজো এখন বাঙালির প্রিয় শারদোৎসব। আমরা যখন সেই উৎসবে নতুন জামাকাপড় পরে ঝলমলে মণ্ডপে আনন্দে মাতি, সেলফি তুলে মুহূর্তকে স্মৃতিবন্দী করি, মাদুর্গার আরাধনা করি, তখন আমাদের কোনও দুর্গা তার কৈশোরের চাপল্য-উন্মাদনা কুলুঙ্গিতে তুলে দারিদ্র্যাসুরের সঙ্গে লড়াই করে। দুটো পয়সার জন্য মলিন বসনে পদ্মের খোঁজে বিপদের ঝুঁকি নিয়ে নামে জলে। আর তা যখন সে হাতে পায়, তার মুখে ফুটে ওঠে নির্মল আনন্দ। যাতে মিশে থাকে এক নিষ্পাপ পবিত্রতা। তেমনই এক দুর্গা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। যা অবশ্যই হৃদয়কে স্পর্শ করে।