দক্ষিণ দিনাজপুর সেরা ১২-র শারদ সম্মান

Must read

দুলাল সিংহ, রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১-এর জন্য জেলার ১২টি পুজোর নাম ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সোমবার মহাষষ্ঠীর দিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার সমাহর্তালয় ভবনের মিনি কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক ডেকে ১২টি পুজোর নাম ঘোষণা করেন অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার। জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২১-এর পুরস্কারের জন্য নির্বাচিত এই তালিকায় সেরা পুজো বিভাগে জায়গা করে নিয়েছে বাসুদেবপুর বিপ্লবী সঙ্ঘ, সৃজনী সঙ্ঘ অ্যান্ড লাইব্রেরি, ইয়ুথ ক্লাব এবং সেরা মণ্ডপ বিভাগে স্থান লাভ করেছে ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস স্টাফ, বালুরঘাট উত্তমাশা ও গঙ্গারাওপুর ব্লক পাড়া নাট্য ক্লাব অ্যান্ড লাইব্রেরি।

আরও পড়ুন-বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা ফালাকাটায়

অপরদিকে সেরা প্রতিমা বিভাগে নির্বাচিত হয়েছে কচিকলা অ্যাকাডেমি, জ্বলন্ত অগ্নি সঙ্ঘ পল্লী পাঠাগার দুর্গোৎসব কমিটি এবং গঙ্গারামপুর ফুটবল ক্লাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোভিড আবহের মধ্যে চলা এই দুর্গোৎসবে সেরা কোভিড স্বাস্থ্যবিধি পালন বিভাগে জেলার তিনটি পুজো জায়গা করে নিয়েছে বিশ্ব বাংলা শারদ সম্মান সম্মান ২০২১-এর তালিকায়। এই তালিকায় রয়েছে বিংশশতাব্দী ক্লাব, নবপ্রভাত সঙ্ঘ, বালুরঘাট থানা আবাসন মহিলা দুর্গাপুজো কমিটি। এদিন জেলা প্রশাসন নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তালিকায় থাকা ক্লাব-কমিটির সদস্য-সদস্যারা আনন্দে মেতে উঠেন। মণ্ডপে মণ্ডপে বেজে উঠে ঢাক

Latest article