মুম্বই, ১৪ ডিসেম্বর : হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। এবার খবর, ব্যক্তিগত কারণে একদিনের সিরিজে নাও খেলতে পারেন বিরাট কোহলি! সূত্রের খবর, বিরাট বিসিসিআইকে জানিয়েছেন, মেয়ে ভামিকার প্রথম জন্মদিনের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজে বিশ্রাম চান।
প্রসঙ্গত, গত বছরের ১১ জানুয়ারি জন্ম ভামিকার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট শুরু হচ্ছে ওই তারিখে। যা শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে একদিনের সিরিজ। খবর, বিরাট নাকি অনেক আগে থেকেই ঠিক করে দেখেছিলেন, টেস্ট সিরিজ শেষ হলে তিনি পরিবারের সঙ্গে মেয়ের জন্মদিন পালন করবেন। যদিও এর পিছনে অন্য গন্ধ পাচ্ছে ক্রিকেট মহল। স্বেচ্ছায় টি-২০ নেতৃত্ব ছাড়লেও, যেভাবে তাঁর থেকে ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে, তা বিরাট মেনে নিতে পারেননি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এরই ফলশ্রুতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজ খেলতে না চাওয়া! এই বিতর্ক আরও উসকে দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি এদিন ট্যুইট করেছেন, ‘রোহিতের চোট এবং বিরাটের ওয়ান ডে সিরিজে বিশ্রাম চাওয়ার খবর ভুল সময় প্রকাশ্যে এল। এতে দু’জনের সম্পর্কের চিড় ধরার জল্পনা আরও জোরালো হবে।’
আরও পড়ুন : অপদার্থতা ঢাকবে বিকল্প পৌষমেলা
বিসিসিআই এই বিষয়ে সরকারিভাবে মুখ খোলেনি। তবে এই প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া ভেসে এসেছে বোর্ডের অন্দরমহল থেকে। এক শীর্ষ স্থানীয় বিসিসিআই কর্তা যেমন সরাসরি এই খবর উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ‘‘ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চেয়ে বিরাট বোর্ড সভাপতি বা সচিবের কাছে এখনও পর্যন্ত কোনও অনুরোধ করেনি। তাই এই মুহূর্তের খবর হল, বিরাট তিনটি ওয়ান ডে ম্যাচই খেলবে।’’
যদিও বোর্ডেরই অন্য একটি সূত্র এই খবর স্বীকার করে নিয়ে জানাচ্ছে, বিরাট যাতে ওয়ান ডে সিরিজ খেলেন, তারজন্য চেষ্টা চালাচ্ছে বিবিসিআই। পাশাপাশি আরও জানা গিয়েছে গোটা ঘটনায় বোর্ড রীতিমতো অসন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হলেই লাল এবং সাদা বলের দুই অধিনায়কের (বিরাট ও রোহিত) সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। তবে ততদিনে এই বিতর্ক যেন থিতিয়ে যায়, সেটাই এখন ভাবছেন শীর্ষ কর্তারা।