পুজোয় ভিড়ের জেরে যাত্রীদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপ কলকাতা মেট্রোর

Must read

মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধন হওয়ায় রাস্তায় বেড়েছে যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্যান্ডেলগুলিতে উপছে পড়ছে মানুষের ভিড়। রাস্তার যানজট এড়াতে অনেকেই বেছে নিচ্ছেন মেট্রোকে (Kolkata Metro)। এহেন পরিস্থিতিতে অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের সুরক্ষার্থে একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। দুর্গাপুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ২১ থেকে ২৪ অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত একাধিক সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে।

আরও পড়ুন: কামদুনিকাণ্ডে দোষীদের ওপর একধিক শর্ত চাপালো সুপ্রিম কোর্ট, মানতেই হবে বিধিনিষেধ

কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে

* দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সরোবর, কবি নজরুল, কবি সুভাষ, শিয়ালদহ এবং বেঙ্গল কেমিক্যাল- এই স্টেশনগুলিতে মানুষের ভিড় বেশি হবে ধরে নিয়ে বহু সংখ্যক আরপিএফ মোতায়েন করা হচ্ছে।

* মহিলা যাত্রী-শিশুদের নিরাপত্তায় থাকছে মহিলা আরপিএফ টিম।

* ভিড়ের কারণে কোনও যাত্রী যাতে প্ল্যাটফর্মের হলুদ রেখা না পেরোতে পারেন, তা দেখা হবে।

* নোয়াপাড়া, টালিগঞ্জ, কবি সুভাষ এবং সেন্ট্রাল পার্কের মেট্রো কারশেডে নজরদারি থাকছে।

* অতিরিক্ত ভিড়ের সময়ে যাত্রীদের সাবধান করতে আরপিএফ কর্মীরা হাত-মাইক ব্যবহার করবেন।

* সিসি ক্যামেরায় মেট্রো স্টেশনগুলিতে নজরদারি চলবে। যাবতীয় ফুটেজ রেকর্ড রাখা হবে।

* সন্দেহজনক বস্তু শনাক্তকরণে কাজে লাগানো হবে পুলিশ কুকুরকেও।

* পাবলিক অ্যানাউন্স সিস্টেমে বারবার যাত্রীদের পরামর্শ দিয়ে বিশেষ ঘোষণা করা হবে।

Latest article