ফের যান্ত্রিক গোলযোগ মেট্রোয়, ব্যস্ত সময় দুর্ভোগ যাত্রীদের

Must read

ফের কলকাতায় মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের কারণে লাইনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। অফিস টাইমে মিনিট পঁচিশেক বিপর্যস্ত মেট্রো চলাচল। দিনের ব্যস্ত সময়ে মেট্রোয় গোলযোগের জেরে দুর্ভোগ যাত্রীদের।

মঙ্গলবার শোভাবাজার মেট্রো (Kolkata Metro) স্টেশনে আটকে পড়ে একটি ট্রেন। যান্ত্রিক গোলযোগের কারণে স্টেশন থেকে ট্রেন ছাড়া সম্ভব হয়নি। তার জেরেই মেট্রোর আপ এবং ডাউন- দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। ২৫ মিনিট পরিষেবা ব্যাহত থাকার পর ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল। যে সমস্ত স্টেশন থেকে মেট্রো পাওয়া যাচ্ছিল না সেই সব স্টেশন থেকে নতুন টোকেন ইস্যু করা হচ্ছিল না। পাশাপাশি, যাত্রীদের স্মার্টকার্ডও পাঞ্চ না করার ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন- জঙ্গল লাগোয়া বুথে বন্যপ্রাণীর হামলা রুখতে ব্যবস্থা বনবিভাগের

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “শোভাবাজারে একটি রেক খারাপ হয়ে যায়। কী হয়েছে তা জানার জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন পরিষেবা স্বাভাবিক হয়েছে। রেকটিকে শোভাবাজার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”

Latest article