কলকাতা পুরসভা কর্মসংস্কৃতির প্রশ্নে এবার আপসহীন। কয়েকদিন আগেই পুরকতৃর্পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত দফতরে এবার সারপ্রাইজ ভিজিট করবেন পদস্থ আধিকারিকরা। দ্বিতীয় দফায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত, হাজিরার ক্ষেত্রেও সময়ানুবর্তিতা কঠোরভাবে মেনে চলতে হবে পুরকর্মীদের। অফিসে আসতে হবে সঠিক সময়ে। কাজ সেরে অফিস থেকে বেরোতেও হবে একেবারে ঘড়ি ধরেই। এর অন্যথা হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। কাটা যেতে পারে ছুটি, এমনকী কোপ পড়তে পারে বেতনেও। এবিষয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার বিনোদ কুমার। কিছুদিন আগেই মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, কোনও অফিসেই দীর্ঘদিন পোস্টিং থাকবেন না কোনও কর্মী। বদলি হবেন নিয়মমাফিক। কাজও করতে হবে মানুষের জন্য, মানুষের মাঝে গিয়ে।
আরও পড়ুন- ত্রিপুরা সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে বিজেপিকে জনতার চার্জশিট তৃণমূলের