দাম বাড়ল রক্তের

Must read

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া। বাজারদরের জ্বালায় নুন আনতে পান্তা ফুরোনোর দশা। এর মধ্যেই জীবনদায়ী রক্তেও কোপ বসাল কেন্দ্র। আচমকাই বাড়ানো হল রক্তের প্রসেসিং চার্জ। জনবিরোধী এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। প্রতি ইউনিট রক্তের ন্যূনতম দাম বা প্রসেসিং চার্জ বাড়ল ৫০ থেকে ১০০ টাকা। ডোনার কার্ড না থাকলে এতদিন সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে বেসরকারি হাসপাতালের রোগীদের জন্য রক্ত নিতে হলে দাম দিতে হত ইউনিট পিছু ১,০৫০ টাকা। এখন থেকে তা বেড়ে হল ইউনিট পিছু ১১০০ টাকা। বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া রক্ত নিতে হলে এতদিন ইউনিট পিছু রক্তের দাম ছিল ১,৪৫০ টাকা। এখন তা বেড়ে হল ১,৫৫০ টাকা। একইভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ইউনিট পিছু মূল্য ছিল যথাক্রমে ১,০৫০ টাকা ও ১,৪৫০ টাকা। এবার থেকে তা বেড়ে হল যথাক্রমে ১,১০০ টাকা এবং ১,৫৫০ টাকা।

আরও পড়ুন- লেট লতিফদের বরদাস্ত নয়

Latest article