ঘুরপথে গ্যাসের দাম বাড়াল দিল্লি

Must read

রান্নার গ্যাসের দাম আগুন জ্বালিয়েছে হেঁশেলে। রোজ ঘুম ভাঙলেই আতঙ্ক হয়, আজ কত টাকা বেশি গচ্চা যাবে। এবার মড়ার উপর খাঁড়ার ঘা। ঘুরপথে আমার-আপনার পকেট কাটার বন্দোবস্ত পাকা করে ফেলল মোদির সরকার। কারণ, ১৬ জুন থেকেই নতুন এলপিজি কানেকশনের জন্য দিতে হবে অনেক বেশি টাকা। জানা গিয়েছে, ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি অ্যামাউন্ট বাবদ বাড়তি ৭৫০ টাকা জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। এখানেই শেষ নয়, বেড়েছে গ্যাসের রেগুলেটরের দাম। এবার থেকে নতুন গ্যাস রেগুলেটর কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে। অর্থাৎ, রেগুলেটরের দাম এখন ২৫০ টাকা। আগে নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে গ্রাহকদের ১,৪৫০ টাকা দিতে হত। এবার এক ধাক্কায় সেই কানেকশনের দাম বেড়ে ২২০০ টাকা হয়েছে। পাশাপাশি পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্যও ১৫০ টাকা আলাদাভাবে দিতে হবে আবেদনকারীকে। সব হিসেব-নিকেশের পর দেখা যাচ্ছে, প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ বাবদ গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। যদি কেউ দু’টি সিলিন্ডার নেন, তাহলে তাঁকে দিতে হবে ৪,৪০০ টাকা। পাঁচ কিলোগ্রামের সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিটও বাড়িয়েছে কেন্দ্র। ৮০০ টাকার পরিবর্তে ১,১৫০ টাকা দিতে হবে। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সিলিন্ডার নেওয়া গ্রাহকরাও এই নতুন নিয়মে বিপাকে পড়বেন। কারণ, যদি এই গ্রাহকরা ডাবল সিলিন্ডার নিতে চান, তাহলে তাঁদেরও সিকিউরিটি ডিপোজিটের টাকা বেড়ে যাবে।

Latest article