পথকুকুরদের উৎপাত রুখতে উদ্যোগী পুরসভা

Must read

প্রতিবেদন : শহরে পথকুকুরদের উৎপাত বন্ধ করতে বাস্তবসম্মত পদক্ষেপ। রাস্তার কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হল কলকাতা পুরসভা (Kolkata Municipality)। চলবে নির্বীজকরণ ও টিকাকরণ। কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি হবে। এই কর্মসূচির উদ্বোধন হবে ১০ মে, মঙ্গলবার দুপুর ১২টায়, হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও সমাজসেবীরা। স্বাগত জানিয়েছেন মহানগরীর সাধারণ নাগরিকরা। নির্বীজকরণের ফলে যেমন পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা যাবে তেমনই টিকাকরণের ফলে কুকুর হবে নির্বিষ ও জীবাণুমুক্ত। স্বাভাবিকভাবেই আপ্লুত পুরবাসীরা।

আরও পড়ুন: তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন

নির্বীজকরণ ও টিকাকরণের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সমস্ত অনুষ্ঠানটির পৌরোহিত্য করবেন উপমহানাগরিক ও বিধায়ক অতীন ঘোষ। উল্লেখ্য, সম্প্রতি কুকুরের উৎপাত বেড়েছিল আর জি কর হাসপাতাল চত্বরে। পরিস্থিতি এমনই হয় যে কুকুরের কামড় ও আঁচড়ে জখম হয়েছিলেন রোগীর পরিজনরা। আর জি কর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, হাসপাতালে কুকুর-বিড়াল তাড়াতে টেন্ডার ডাকা হয়। দেখা যায় তাড়ানো হলেও ফিরে আসছে। কুকুর-বিড়াল তাড়াতে সম্প্রতি বৈঠক করেছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের তরফে বলা হয়, এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানানো হয়েছিল, ফের কুকুর- বিড়ালগুলিকে তাড়ানো হবে। তাদের ঢোকায় বাধা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছিলেন, কুকুরের নির্বীজকরণ আবার শুরু করা হবে। তবে পথকুকুর নিয়ন্ত্রণে শুধু আর জি কর চত্বর বা সংলগ্ন ওয়ার্ডেই (Kolkata municipality) এই কর্মসূচি করা হচ্ছে না। কর্মসূচি চালানো হচ্ছে শহর জুড়েই।

Latest article