বে.আইনি পার্কিংয়ের বাড়.বাড়ন্ত রুখতে কলকাতা পুরসভার অ্যাপ

কলকাতায় (Kolkata) বেআইনি পার্কিং (Illegal parking) নিয়ে কলকাতা পুরসভা (KMC) তৎপর হলেও বিষয়টি এখনও বেশ চিন্তার বিষয়।

Must read

কলকাতায় (Kolkata) বেআইনি পার্কিং (Illegal parking) নিয়ে কলকাতা পুরসভা (KMC) তৎপর হলেও বিষয়টি এখনও বেশ চিন্তার বিষয়। এই বেআইনি পার্কিং রুখতে নতুন অ্যাপ চালু করল কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভা ভবনে সাংবাদিক বৈঠক করে এই নতুন অ্যাপটি চালুর কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। এই অ্যাপ বেআইনি পার্কিং রুখতে সাহায্য করবে।

আরও পড়ুন-বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, উত্তরে তুষারপাত

কিছুদিন আগে টক টু মেয়র অনুষ্ঠানে বেআইনি পার্কিং নিয়ে অভিযোগ ওঠে। তারপরেই নতুন এই প্রযুক্তি সামনেই আনা হয় এবং জানানো হয় এর সাথে যুক্ত থাকবে পরিবহণ দফতর, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা। কলকাতার যেকোন জায়গায় গাড়ি পার্কিংয়ের কথা অ্যাপে ধরা পড়লেই সেটা খুব সহজে পরিবহণ দফতর জানতে পারবে। সেখান থেকে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ এই তথ্য জানতে পারবে। এর ফলে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এই মর্মে মেয়র বলেন, ‘‌একসপ্তাহের মধ্যে বেআইনি পার্কিংয়ের জরিমানা জমা করতে হবে সংশ্লিষ্ট গাড়ির মালিককে। যদি গাড়ির মালিক জরিমানার অর্থ জমা না দেন, তাহলে ওই গাড়ির জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে। আবার এক বছরের মধ্যে ওই জরিমানার অর্থ জমা না পড়লে, ওই বছরের শেষে গাড়ির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি হবে।’‌

আরও পড়ুন-জলের মিটার চুরি রুখতে নতুন কৌশল কেএমসির

প্রসঙ্গত,কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ‘আগামী সোমবার থেকে এই অ্যাপ পুরোদমে চালু হয়ে যাবে। বেশ কিছু রাস্তার দু’ধারে পার্কিং করা নিয়েও অভিযোগ জমা পড়েছে মেয়রের দফতরে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। তবে শহরে বেআইনি পার্কিং বরদাস্ত করা হবে না।’‌

Latest article