ফের কলকাতা দেখল মানবিক পুলিশকে

Must read

প্রতিবেদন : কলকাতা পুলিশের ট্যাগ লাইন এখন পাশে আছি সাধ্যমতো। আর বারবার সেই কথাকে সত্য প্রমাণ করছেন কলকাতার পুলিশ কর্মী থেকে আধিকারিকরা। কখনও তাঁরা পাশে দাঁড়াচ্ছেন মুমূর্ষু রোগীর, আবার কখনও রুখে দিচ্ছেন নারীপাচার, আবার কখনও পরীক্ষার্থীদের নিয়ে ছুটছেন পরীক্ষা হলে। সেরকমই একটি ঘটনা ঘটল বৃহস্পতিবার। দুপুর দেড়টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর কাছে খবর আসে, বাইপাসে পরমা আইল্যান্ডের কাছে বারাসত থেকে গড়িয়াগামী একটি বাসের ভিতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বছর ৬৫-র এক যাত্রী। ঘনঘন বমি করছেন তিনি।

আরও পড়ুন : দেশের সেরা শহর হবে কলকাতা

ঘটনাস্থলে পৌঁছে সৌভিক দেখেন, ততক্ষণে জ্ঞান হরিয়েছেন ওই যাত্রী। পরিচয়পত্র থেকে জানা যায় তাঁর নাম শঙ্কর কর। তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ-সভাপতি। এতটুকু সময় নষ্ট না করে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডেকে রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন সৌভিক। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঠিক সময়ে চিকিৎসার ফলে আপাতত কিছুটা সুস্থ শঙ্কর কর। পুলিশের তরফ থেকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করা হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য কলকাতা পুলিশ তথা তিলজলা ট্রাফিক গার্ডকে কৃতজ্ঞতা জানিয়েছে কর-পরিবার।

Latest article