এবার বিশ্বকাপে (Worldcup) একটি সেমিফাইনাল (Semifinal) এবং একটি ভারতের ম্যাচ-সহ মোট পাঁচটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনাল এবং একটি ভারতের ম্যাচের টিকিটের জন্য চাহিদা ছিল তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই অনেকে একপ্রকার লাফ দিয়ে পড়েছিল। দু’ঘণ্টা ভার্চুয়ালি ‘লাইন’ দিতে বলা হয়েছিল। তিন ঘণ্টা পরে টিকিট পেতে পারেন এমন সম্ভাবনাও ছিল। তার ফলে অনেকেই টিকিট পাননি। এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় টিকিটের কালোবাজারির অভিযোগ ওঠে।
আরও পড়ুন-সুফল বাংলা স্টলে কম দামে পাওয়া যাচ্ছে পেঁয়াজ, প্রথম দিনে কত বিক্রি
কলকাতা পুলিশ টিকিটের কালোবাজারি মামলার তদন্তের ভিত্তিতে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনিকে এবার নোটিশ পাঠাল। শনিবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টকে সেই নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে মঙ্গলবারের মধ্যে বিশ্বকাপের টিকিট বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে ময়দান থানায় হাজিরা দিতে হবে। বোর্ড প্রেসিডেন্টকেই হাজিরা দিতে হবে এমন নির্দেশ দেয়নিকলকাতা উলিসের তরফে বলা হয় নি যদিও। এই সংক্রান্ত উপযুক্ত ব্যক্তি তথ্য নিয়ে ময়দান থানায় হাজিরা দিতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন সাংসদ সাকেত গোখেল
উল্লেখ্য, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ময়দান এবং এন্টালি থানায় মোট সাতটি এফআইআর দায়ের করা হয়। অনলাইনে খুব কম টিকিট ছাড়া হয়েছিল বলে অভিযোগ । প্রচুর টিকিট কালোবাজারিদের হাতে গিয়েছে। এর ফলেই কৃত্রিম চাহিদা তৈরি করে কালোবাজারে টিকিট বিক্রি হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং বিসিসিআইয়ের একাংশের মদতে সেটা হয়েছে বলেই অভিযোগ।