এবার মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

এথিক্স কমিটি-কাণ্ডে এবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তৃণমূলের লোকসভার নেতা ও বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : এথিক্স কমিটি-কাণ্ডে এবার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তৃণমূলের লোকসভার নেতা ও বর্ষীয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনও উপায় ছিল না মহুয়ার। দলের দেখানো পথেই হেঁটেছেন মহুয়া।

আরও পড়ুন-টিকিটের কালোবাজারি নিয়ে বিসিসিআই সভাপতিকে কলকাতা পুলিশের নোটিশ

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কড়া সমালোচনার জন্যই মহুয়ার বিরুদ্ধে ‘প্রতিহিংসামূলক আচরণ’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন সুদীপবাবু। সাংসদ হিসেবে মহুয়া যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করেছেন। দলতন্ত্র মেনেই কাজ করেছেন। এই ইস্যুতে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নন, এর আগে ডেরেক ও’ব্রায়ান, ফিরহাদ হাকিম, শতাব্দী রায় থেকে শুরু করে কুণাল ঘোষ, সকলেই দলীয় সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছেন।

Latest article