কলকাতা হবে ৩৭ ডিগ্রি

তবে তার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও।

Must read

প্রতিবেদন : দোল ও হোলিতে প্রবল দাবদাহে পুড়বে রাজ্য। কলকাতার তাপমাত্রা পেরোতে পারে ৩৭ ডিগ্রির গণ্ডি। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে যে নিম্নচাপটি সাগরে শক্তিবৃদ্ধি করছে, তার প্রভাব রাজ্যে সরাসরি না-পড়লেও, প্রচুর জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। বসন্তেই এবার বৈশাখের মতো মেজাজ আবহাওয়ার।

আরও পড়ুন-বঙ্গ বামেদের নতুন সার্কাস, ডোবানোর কারিগরই সিপিএমের কান্ডারি

১৮ তারিখ বৃহস্পতিবার, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি, সর্বোচ্চ ৩৭ ডিগ্রি। থাকবে পরিষ্কার আকাশ। ১৯ মার্চ শুক্রবারও আবহাওয়ার চরিত্রে কোনও বদল হচ্ছে না। ২০ মার্চ শনিবার বাড়বে গরম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরনোর সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি। বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনির কোনও প্রভাব রাজ্যে সেভাবে পড়ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও।

Latest article