কলকাতা ট্রাফিক পুলিশের তৎপরতা, মিলল হারানো মোবাইল ফোন

Must read

ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ। বুধবার সকাল আটটা চল্লিশ নাগাদ কলকাতা লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে ডিউটিতে ছিলেন সার্জেন্ট আর এন লায়েক।

সেই সময় আদুরি মণ্ডল নামে এক মহিলা তাঁকে জানান, শ্যামবাজার থেকে মালঞ্চগামী বাসে তাঁর মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে। যে দুষ্কৃতী মোবাইল চুরি করেছে তাঁকে তিনি চিহ্নিত করে বাসে চিৎকার করলে প্রায় চলন্ত বাস থেকে নেমে একটি ট্যাক্সি ধরে সে পালায়।

সার্জেন লায়ক সেই খবর জানান, তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীকে। তাঁর নির্দেশেই, সঙ্গে সঙ্গেই আর এন নায়েক এবং সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু মণ্ডল ওই ট্যাক্সিটিকে তাড়া করেন। প্রায় দু-কিলোমিটার যাওয়ার পর বামনঘাটার কাছে ধরা পড়ে দুষ্কৃতী। মোবাইল ফোনটি উদ্ধার হয়।

অভিযুক্ত শেখ মনিরুলকে লেদার কমপ্লেক্স থানার এসআই মহম্মদ এ খানের হাতে দেওয়া হয়। ফোন ফিরে পেয়ে আপ্লুত আদুরি মণ্ডল। পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

Latest article