বঙ্গ

পুজোর মরশুমে পথ নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ পুলিশের

প্রতিবেদন : আর দূরে নয় উৎসবের দিন। শুধু প্রতীক্ষার পালা। পুজোর মরশুমে পথনিরাপত্তা সুনিশ্চিত করতে এখন থেকেই বিশেষ অভিযানে নেমে পড়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। যানবাহন চালকদের মধ্যে একটু বেচাল দেখা গেলেই আর রক্ষে নেই। সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেওয়া হচ্ছে কড়া আইনি ব্যবস্থা। বিশেষ করে রাতের কলকাতায় ট্রাফিক পুলিশের কড়া নজরদারি বার্তা দিচ্ছে, পুজোর সময় মত্ত অবস্থায় গাড়ি চালালে রেয়াত করা হবে না কাউকেই। বেপরোয়া ড্রাইভিং কিংবা হেলমেট ছাড়া বাইক-স্কুটার আরোহী, সবকিছুই ধরা পড়ে যাচ্ছে পুলিশের সতর্ক চোখে। ফেলে আসা সপ্তাহের শেষে একরাতে ৬ ঘণ্টার অভিযানে মোট ৩৫৯টি কেস দিয়েছে পুলিশ (Kolkata Traffic Police)। এর মধ্যে শুধুমাত্র মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে ৬৩ জনের বিরুদ্ধে। বেপরোয়া-বিপজ্জনক ড্রাইভিং করে পুলিশের হাতে ধরা পড়েছেন ৬৭ জন চালক। হেলমেট ছাড়া দু’চাকার যানে ভ্রমণ এবং একইসঙ্গে ৩ জন বাইকে চড়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে ৭টি ক্ষেত্রে। রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টে অবধি মহানগরীর মোট ৫০টি পয়েন্টে দু’টি পর্যায়ে এই বিশেষ অভিযান চালায় কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন ভাঙার ঘটনা সবচেয়ে বেশি ধরা পড়েছে জে এম অ্যাভিনিউ-বিডন রোড ক্রসিং এবং ইএম বাইপাসের পরমা ক্রসিং এলাকায়। ডিসি ট্রাফিক সুনীল যাদব জানিয়েছেন, সবচেয়ে বেশি ধরা পড়েছে মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য। জানা গিয়েছে, ধৃতদের বেশিরভাগকেই জামিন দেয়নি পুলিশ। পাঠানো হয় আদালতে। ধারাবাহিক অভিযানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব রাস্তা বা মোড়কে, যেখান দিয়ে অফিসযাত্রীরা বা ছাত্রছাত্রীদের যাতায়াত বেশি। রাতের কলকাতায় বিশেষ নজরদারির আওতায় থাকছে হোটেল, বার, পাব লাগোয়া রাস্তাঘাট। যেখানে মত্ত অবস্থায় স্টিয়ারিং ধরার প্রবণতা বেশি। রাতে নাকা চেকিং চলছে দু’টি পর্যায়ে। প্রথম পর্যায়ে রাত সাড়ে ১০টা থেকে ১-৩০ মিনিট এবং দ্বিতীয় পর্যায়ে ১-৩০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত। ট্রাফিক সার্জেন্টদেরও বলা হচ্ছে দু’টি পর্যায়ে দু’টি পয়েন্ট কভার করতে। তাঁদের অভিযানে সহযোগিতা করার জন্য সদর দফতর লালবাজার থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় থানাগুলিকে। লক্ষ্য একটাই, দুর্ঘটনামুক্ত মহানগরী।

আরও পড়ুন: স্বাধীনতা @ ৭৫ যেগুলো এখনই দরকার

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

57 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago