পুজোর মরশুমে পথ নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ পুলিশের

মত্ত চালকদের বিরুদ্ধে অভিযান শহরে

Must read

প্রতিবেদন : আর দূরে নয় উৎসবের দিন। শুধু প্রতীক্ষার পালা। পুজোর মরশুমে পথনিরাপত্তা সুনিশ্চিত করতে এখন থেকেই বিশেষ অভিযানে নেমে পড়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। যানবাহন চালকদের মধ্যে একটু বেচাল দেখা গেলেই আর রক্ষে নেই। সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেওয়া হচ্ছে কড়া আইনি ব্যবস্থা। বিশেষ করে রাতের কলকাতায় ট্রাফিক পুলিশের কড়া নজরদারি বার্তা দিচ্ছে, পুজোর সময় মত্ত অবস্থায় গাড়ি চালালে রেয়াত করা হবে না কাউকেই। বেপরোয়া ড্রাইভিং কিংবা হেলমেট ছাড়া বাইক-স্কুটার আরোহী, সবকিছুই ধরা পড়ে যাচ্ছে পুলিশের সতর্ক চোখে। ফেলে আসা সপ্তাহের শেষে একরাতে ৬ ঘণ্টার অভিযানে মোট ৩৫৯টি কেস দিয়েছে পুলিশ (Kolkata Traffic Police)। এর মধ্যে শুধুমাত্র মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে ৬৩ জনের বিরুদ্ধে। বেপরোয়া-বিপজ্জনক ড্রাইভিং করে পুলিশের হাতে ধরা পড়েছেন ৬৭ জন চালক। হেলমেট ছাড়া দু’চাকার যানে ভ্রমণ এবং একইসঙ্গে ৩ জন বাইকে চড়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে ৭টি ক্ষেত্রে। রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টে অবধি মহানগরীর মোট ৫০টি পয়েন্টে দু’টি পর্যায়ে এই বিশেষ অভিযান চালায় কলকাতা ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন ভাঙার ঘটনা সবচেয়ে বেশি ধরা পড়েছে জে এম অ্যাভিনিউ-বিডন রোড ক্রসিং এবং ইএম বাইপাসের পরমা ক্রসিং এলাকায়। ডিসি ট্রাফিক সুনীল যাদব জানিয়েছেন, সবচেয়ে বেশি ধরা পড়েছে মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য। জানা গিয়েছে, ধৃতদের বেশিরভাগকেই জামিন দেয়নি পুলিশ। পাঠানো হয় আদালতে। ধারাবাহিক অভিযানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব রাস্তা বা মোড়কে, যেখান দিয়ে অফিসযাত্রীরা বা ছাত্রছাত্রীদের যাতায়াত বেশি। রাতের কলকাতায় বিশেষ নজরদারির আওতায় থাকছে হোটেল, বার, পাব লাগোয়া রাস্তাঘাট। যেখানে মত্ত অবস্থায় স্টিয়ারিং ধরার প্রবণতা বেশি। রাতে নাকা চেকিং চলছে দু’টি পর্যায়ে। প্রথম পর্যায়ে রাত সাড়ে ১০টা থেকে ১-৩০ মিনিট এবং দ্বিতীয় পর্যায়ে ১-৩০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত। ট্রাফিক সার্জেন্টদেরও বলা হচ্ছে দু’টি পর্যায়ে দু’টি পয়েন্ট কভার করতে। তাঁদের অভিযানে সহযোগিতা করার জন্য সদর দফতর লালবাজার থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় থানাগুলিকে। লক্ষ্য একটাই, দুর্ঘটনামুক্ত মহানগরী।

আরও পড়ুন: স্বাধীনতা @ ৭৫ যেগুলো এখনই দরকার

Latest article