ডট বলকেই বেশি গুরুত্ব সিরাজের

Must read

হারারে, ২১ অগাস্ট : তাঁর বিষাক্ত সুইং খেলতে হিমশিম খাচ্ছেন জিম্বাবোয়ে ব্যাটাররা। কিন্তু বল করতে গিয়ে ম্যাচ প্রতি উইকেটের পরিসংখ্যান নিয়ে ভাবছেন না ভারতের ডান হাতি জোরে বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বরং নিখুঁত লাইন ও লেংথে ধারাবাহিকভাবে বল করে যাওয়ার তাগিদই তাঁর সাফল্যের মূলমন্ত্র। উইকেটের চেয়ে ডট বলকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: বিরোধীদের অসভ্যতা রুখল পুলিশ-প্রশাসন

প্রসঙ্গত, জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট নেন সিরাজ (Mohammed Siraj)। বোলিং ইকোনমি মাত্র দুই। সঠিক জায়গায় বল ফেলা এবং ক্রমাগত ডটবল দিয়ে ব্যাটারদের চাপে ফেলাই লক্ষ্য ছিল বলে দাবি করেছেন ভারতীয় পেসার। একটি সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরে ভাল বল করেছি আমি। জিম্বাবোয়ে সফরেও ভাল ছন্দে আছি। একই জায়গায় বারবার বল করে গিয়েছি। উইকেট নিয়ে মাথা ঘামাইনি। যেহেতু সাদা বল থেকে সেরকম সুইং পাচ্ছি না তাই ক্রমাগত ডট বল দিয়ে ব্যাটারকে চাপে ফেলছি।” কোচ লক্ষ্মণের প্রসঙ্গে সিরাজ জানান, “সানরাইজার্স হায়দ্রাবাদে লক্ষ্মণ স্যারের সঙ্গে খেলেছি। তিনি আমার দক্ষতাকে বোঝেন এবং আত্মবিশ্বাস জোগান। ভাল লাগে যখন কোচ পাশে থাকেন।”
সিরাজ আরও বলেন, ‘‘করোনার সময় ফাঁকা গ্যালারির সামনে খেলতে হয়েছে। তবে এখন আবার মাঠে দর্শকরা আসছেন। বিশেষ করে, জিম্বাবোয়ের ক্রিকেটপ্রেমীরা নাচে-গানে গ্যালারি মাতিয়ে রাখছেন। আমার পারফরম্যান্সের পিছনে গ্যালারির বড় ভূমিকা আছে।’’

Latest article