সরাসরি সম্প্রচার নয়

Must read

ভবিষ্যতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Pakistan Ex PM Imran Khan) ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে না। পরিবর্তে ডেফার্ড লাইভ হবে। অর্থাৎ প্রথমে ইমরান খানের ভাষণ রেকর্ড করা হবে। সেই ভাষণে কোনও আপত্তিকর বক্তব্য থাকলে তা ছেঁটে ফেলে ওই ভাষণ সম্প্রচার করা হবে। এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দিয়েছে ওই কমিটি। বলা হয়েছে, সম্প্রতি ইসলামাবাদে ইমরান (Pakistan Ex PM Imran Khan) তাঁর ভাষণে প্রশাসনের সর্বোচ্চ কয়েকজন কর্তাকে হুমকি দিয়েছিলেন। উসকানিমূলক মন্তব্য করে ইমরান দলীয় সমর্থকদের খেপিয়ে তোলার চেষ্টা করেছেন। এর ফলে দেশে অস্থিরতা তৈরির সম্ভাবনা রয়েছে। সে কারণে বাধ্য হয়ে তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই হামলা চালাতে পারে রাশিয়া, সতর্কবার্তা জেলেনস্কির

Latest article