দেশের সেরা শহর হবে কলকাতা

Must read

প্রতিবেদন : কলকাতা পুরভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করুন। তাঁর হাত শক্ত করতে পারলেই আমরা এই শহরকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারব। আগামী দিনে কলকাতাকে দেশের সেরা শহর হিসেবে গড়ে তুলতে গেলে এটা করতেই হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতলে আরও উন্নত পুর পরিষেবা দিতে পারব আমরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরভোটের প্রচারে বেরিয়ে এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এদিন সন্ধ্যায় তিনি উত্তর কলকাতায় দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করলেন। ফিরহাদ হাকিম আরও বলেন, আমি জানি আপনারা আমাদের পাশেই আছেন। তবে একদল মানুষ এ রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। একুশের ভোটে এ রাজ্যের মানুষ তাঁদের মুখের ওপর জবাব দিয়েছেন।

আরও পড়ুন : ফের সাইক্লোনের প্রমাদ গুনছে বাংলা ওড়িশা

পুরভোটে ফের তাঁদের জবাব দেওয়ার আহ্বান জানান ফিরহাদ। এদিন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচার করলেন তিনি। তাঁর সম্পর্কে বলেন, ওঁকে অনেকদিন ধরেই চিনি। পুরনো জনপ্রতিনিধি। কাজের মানুষ। আপনারা আরও একবার তাঁকে সমর্থন করুন যাতে পুর পরিষেবা পেতে কোনও সমস্যা না হয়। এদিন সন্ধ্যায় মুচিবাজার এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী অমল চক্রবর্তীর দফতরের সামনে থেকে মিছিল শুরু হয়। কবিরাজবাগান-সহ আশপাশের এলাকা ঘুরে তা গিয়ে বাগমারি বাজারে গিয়ে শেষ হয় মিছিল। মিছিলে প্রার্থী অমল চক্রবর্তী ছাড়াও হাজির ছিলেন শ্রেয়া পান্ডে-সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। মিছিলের সামনে আগাগোড়া ছিলেন একদল মহিলা ঢাকি-সহ নাচের দল। সব মিলিয়ে প্রায় হাজার তিনেক সমর্থক মিছিলে হাঁটেন।

Latest article