আগামী বৃহস্পতিবার পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মঞ্চ থেকে রুবি মেট্রোর (Ruby Metro) শুভ সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী । দক্ষিণ-পূর্ব রেল এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে এই অনুষ্ঠানের জন্য একপ্রকার প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন-কবে শুরু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
কমিশনার অফ রেলওয়ে সেফটি ৩০ জানুয়ারি নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ পরিদর্শনে এসেছিলেন। এরপর যাত্রী পরিষেবার ছড়পত্র পাওয়া হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়া যায়নি বলে যাত্রী পরিষেবা চালু হয়নি এই রুটে। বৃহস্পতি থেকেই এই রুটে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে বলে মনে করছেন মেট্রো কর্তারা।
আরও পড়ুন-কলকাতা বিমানবন্দরের কাছে এসে ফিরে যেতে হল চারটি বিমানকে
জানা গিয়েছে, এই রুটে নূন্যতম ভাড়া ৫ টাকা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। রুবি থেকে মেট্রোতে উঠে যদি এক টোকেনেই দক্ষিণেশ্বর যেতে চান, তাহলে খরচ হবে ৪৫ টাকা। নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনকে ‘জংশন’ স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। রুবি থেকে মেট্রোতে কবি সুভাষে নামতে হবে। সেখান থেকে দক্ষিণেশ্বর মেট্রোতে যেতে হবে যাত্রীদের।