৮ ফেব্রুয়ারি একই জায়গায় রক্ষা পেয়েছিল ক্রান্তি এক্সপ্রেস

সময় যত গড়াচ্ছে, করমণ্ডল দুর্ঘটনার ফাঁসে জড়িয়ে যাচ্ছে রেল। রেলের গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরেই চলে গেল এতগুলো প্রাণ

Must read

প্রতিবেদন : সময় যত গড়াচ্ছে, করমণ্ডল দুর্ঘটনার ফাঁসে জড়িয়ে যাচ্ছে রেল। রেলের গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরেই চলে গেল এতগুলো প্রাণ। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে তা ইতিমধ্যে প্রমাণিত। দুর্ঘটনার পর উঠে আসছে আরও বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, ওই জায়গায় আগে থেকেই সিগন্যালিংয়ের সমস্যা ছিল। তার জেরে গত ৮ ফেব্রুয়ারি কপালজোরে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। কিন্তু তাতেও ঘুম ভাঙেনি রেলের।

আরও পড়ুন-দিনের কবিতা

এই সমস্যা নিয়ে এক রেলকর্তা কিছুদিন আগেই সতর্ক করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ওই জায়গার সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজও ঠিকমতো হচ্ছে না বলেও সতর্ক করেন তিনি। কিন্তু তারপরও ঘটনায় দায় এড়াতে ব্যস্ত রেলমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, সবাই। এখন কে নেবে এর দায়? কোথায় গেল কবচ? মুখ্যমন্ত্রীও বারবার এই প্রশ্ন তুলেছেন। দুর্ঘটনা এড়াতে কবচ এনেছিল রেল। গত বছর ঘটা করে তার প্রচারও করা হয়। স্বয়ং রেলমন্ত্রী ওই প্রযুক্তির ট্রেনে চেপে পরীক্ষামূলক ভ্রমণও করেন। কিন্তু তারপরও কেন ট্রেনে ছিল না কবচ? কোথায় অ্যান্টি কলিশন ডিভাইস, উঠছে প্রশ্ন। উত্তর দেওয়ার দায় যাদের তাঁরা এখন এর-ওর ঘাড়ে দায় ঠেলতে ব্যস্ত।

Latest article