প্রতিবেদন : প্রায় এক বছর যুদ্ধ করেও ইউক্রেন বিজয় অধরা পুতিনের (Russian President Vladimir Putin)। তাই মরিয়া হয়ে এবার জেলবন্দি অপরাধীদেরও যুদ্ধে পাঠাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি (Russian President Vladimir Putin)ন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনাবাহিনীর সদস্যসংখ্যা বাড়াতেই অপরাধীদের ক্ষমা করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। সে দেশের আইন অনুযায়ী জেলবন্দি অপরাধীদের ক্ষমা করার অধিকার আছে একমাত্র প্রেসিডেন্টের। জানা গিয়েছে, খুন, ডাকাতি-সহ বিভিন্ন ধরনের নৃশংস অপরাধে দোষীদেরই সাজা মকুব করে সেনাবাহিনীতে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে এই যুদ্ধে রাশিয়াকে সর্বতোভাবে সাহায্য করার জন্য চিনের একটি সংস্থাকেও নিষিদ্ধ করেছে ওয়াশিংটন। ইউক্রেনের বিভিন্ন এলাকার ছবি রাশিয়াকে সরবরাহ করত চিনের ওই সংস্থাটি। ওই ছবি দেখেই ইউক্রেনের বিভিন্ন জায়গায় হামলা চালাত রাশিয়া।
এরইমধ্যে এই যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন তাহলে যুদ্ধ শুরুই হত না। যদিও যুদ্ধ শুরুও হত তাহলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শেষ করে দিতে পারতেন। উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, অবিলম্বেই যুদ্ধ বন্ধ করতে ব্যবস্থা নিন।