সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রয়াত হলেন জলপাইগুড়ির বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণকুমার কল্যাণী (Krishna Kumar Kalyani)। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বর্ষীয়ান নেতার মূত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ‘‘উত্তবঙ্গের বর্ষীয়ান নেতা কৃষ্ণকুমার কল্যাণীর (Krishna Kumar Kalyani) মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। চা শিল্পে একটি নাম ছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’’ দলের বহু গুরুত্বপূর্ণ পদও সামলেছেন এই নেতা। দুবার জলপাইগুড়ি জেলা সভাপতির পদ সামলেছেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এবং টি ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান ছিলেন। বুধবার সকাল থেকেই দলের নেতা কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হন। জেলা সভানেত্রী মহুয়া গোপ-সহ জেলার সকল স্তরের নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে।
আরও পড়ুন-ভোটে আছে, ত্রাণে নেই পদ্মশিবির