ভোটে আছে, ত্রাণে নেই পদ্মশিবির

Must read

ব্যুরো রিপোর্ট : ‘‘ভোট চাইতে পারে। ত্রাণ দিতে পারে না বিজেপি (BJP)।’’ দুর্গত এলাকায় খালি হাতে যান বিধায়ক নিখিলরঞ্জন দে। কোনও সাহায্য তো দুরস্ত্‌ সামান্য ত্রাণও জোটেনি। আর তাতেই এভাবেই পদ্মশিবিরকে (BJP) কটাক্ষ করছে মানুষ। পর পর ঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। কোচবিহার, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় ভেঙে গিয়েছে একাধিক বাড়ি। পড়ে গিয়েছে বহু গাছ। ঘরছাড়া বহু মানুষ। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা খবর পাওয়া মাত্রই পৌঁছে গিয়েছেন এলাকায়। স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান কথা বলেছেন দুর্গতদের সঙ্গে। দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজে তদরকি করছেন তাঁরা। মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হয়েছে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান। বুধবার দুপুরে এই সমস্ত দুর্গত মানুষদের জন্য ত্রাণ নিয়ে ওই দুর্গত এলাকায় আসেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় জানান, এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে তৃণমূল কর্মীরা ছয় লক্ষ টাকার ত্রাণ তহবিল গঠন করেছে। ত্রাণ নিয়ে যান বিধায়ক উদয়ন গুহ। তাঁকে দেখে এগিয়ে আসেন এলাকার দুর্গতরা। কথা বলেন। বিজেপির বিধায়কের এলাকা পরিদর্শনের বিষয়টিও উঠে আসে। এই প্রসঙ্গে এ বিষয়ে উদয়ন গুহ বলেন, “এটা মানবিকতার ব্যাপার। ওদের মধ্যে সেই মানবিকতা নেই। এটা আগের থেকেই আমরা জনগণকে সাবধান করে দিয়েছিলাম। যে ভোটে
জেতার পর ওঁদের পাওয়া যাবে না।
স্থানীয় বিধায়ক এসেছেন তা-ও খালি হাতে। আর কোচবিহার লোকসভা কেন্দ্রের
সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি তো এলাকায় আসেননি।”

আরও পড়ুন-লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান

Latest article