মুম্বই, ৩০ মার্চ : আইপিএলের ইতিহাসে সব থেকে সফল অধিনায়ক রোহিত শর্মা। এবার ষষ্ঠ খেতাবের লক্ষ্যে ঝাঁপাতে চায় তারা। মুম্বই অধিনায়ক হিসেবে এবার দশ বছর পূর্তি হতে চলেছে রোহিতের। তার আগে মুম্বই অধিনায়কের নেতৃত্ব নিয়ে মত জানাতে গিয়ে অনিল কুম্বলে জানিয়েছেন, অভিজ্ঞতাই রোহিতকে সাফল্য এনে দিতে সাহায্য করেছে। গোটা দলকে ঐক্যবদ্ধ করতে পারার ক্ষমতাও মুম্বই অধিনায়ককে এগিয়ে রাখে।
আরও পড়ুন-সাংবিধানিক যোগ্যতার সীমা লঙ্ঘন করেছেন আইনমন্ত্রী
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে কুম্বলে বলেছেন, ‘‘সতীর্থদের সঙ্গে খোলাখুলি কথা বলে রোহিত। যে বলা উচিত সেটা বলতে ও ভয় পায় না। ফলে অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নিতে ওর সুবিধা হয়। অধিনায়কের কাছ থেকে এটাই প্রত্যাশা থাকে।’’ কুম্বলে চান, রোহিত এবার ওপেন না করে আইপিএলে মিডল অর্ডারে খেলুন। ‘‘এবারের মুম্বই দলটাকে দেখে আমার মনে হচ্ছে, ওদের মিডল অর্ডারে রোহিতের মতো অভিজ্ঞ একজনকে দরকার। মুম্বই দলে দুর্দান্ত কয়েকজন ব্যাটার রয়েছে। কিন্তু আমি মনে করি, রোহিতের মতো একজন মিডল অর্ডারে থাকলে মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে।’’ মুম্বই দলের গ্লোবাল হেড অফ ক্রিকেট জাহির খান বলেছেন, ‘‘আইপিএলে অধিনায়কের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। রোহিত চাপ সামলে ঠান্ডা মাথায় পারফর্ম করে, এটাই ওর শক্তি।’’