প্রতিবেদন : পূর্ব মেদিনীপুরের সুতাহাটার পরাণচক শিক্ষা নিকেতনের অডিটোরিয়াম নির্মাণের জন্য নিজের সাংসদ তহবিল থেকে ৮২ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। কিন্তু আজও সেই কাজ শেষ হয়নি। এই নিয়ে শুক্রবার স্কুলে দাঁড়িয়ে এই নিয়ে তদন্তের দাবি করলেন কুণাল ঘোষ। এদিন অডিটোরিয়াম পরিস্থিতি খতিয়ে দেখতে পরাণচক স্কুলে যান কুণাল। কেন টাকা বরাদ্দ হওয়ার পরও কাজ হয়নি সেই বিষয়ে তদন্তের দাবি করেন তিনি।
আরও পড়ুন-আজ ব্যাঙ্ক ধর্মঘট
ওই কাজের নোডাল অফিসার জেলাশাসক কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব দিয়েছিলেন হলদিয়া পুরসভাকে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ বারবার বলা সত্ত্বেও কাজ শেষ হয়নি। পুরসভার বিরুদ্ধে স্কুলের অনেক অভিযোগ। ঘটনাস্থলে দাঁড়িয়ে কুণাল জানতে চান, পুরসভার প্রধান কে ছিলেন? উত্তর আসে, শ্যামল আদক। শুভেন্দু ঘনিষ্ঠ এই শ্যামল আদক এখন একাধিক দুর্নীতিতে অভিযুক্ত। বর্তমানে তিনি পলাতক। বিভিন্ন দুর্নীতি মামলায় পুলিশ তাঁকে খুঁজছে।
আরও পড়ুন-তুই কে! ডিএম-কে দিলীপের কুকথা
এরপরই কুণাল এই নিয়ে তদন্তের দাবি করার পাশাপাশি জট কাটিয়ে অডিটোরিয়াম নির্মাণের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলেও স্কুল কর্তৃপক্ষকে আশ্বাস দেন। কুণাল আরও বলেন, আমার সাংসদ তহবিল থেকে পূর্ব মেদিনীপুর জেলার ৩৫টি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৪ কোটি ২৯ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দ করেছিলাম। বহু কাজ ভালভাবে শেষ হয়েছে। খবর ও ছবি পেয়েছি। কিন্তু এই পরাণচক স্কুলে যা হয়েছে, তা আপত্তিকর। শিক্ষকদের আন্তরিকতা ও উদ্যোগকে পুরপ্রশাসনে থাকা কিছু লোক উপেক্ষা করেছেন। এই নিয়ে তৈরি হওয়া জট কাটানোর চেষ্টা করব।