হাজিরার বিষয়ে নিজেই খোয়াই থানার আইও-কে ফোন করলেন কুণাল

Must read

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলে কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরা পুলিশ। আর তারই প্রেক্ষিতে আগামী ১০ দিনের মধ্যে খোয়াই থানায় হাজিরার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। এই অবস্থায় খোয়াই থানার IO-কে ফোন করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। জানিয়ে দিলেন তদন্তে সহযোগিতার জন্য কবে হাজিরা দেবেন তিনি।

আরও পড়ুন-ভবানীপুরে মঙ্গলবার থেকে একটানা প্রচারে খোদ মুখ্যমন্ত্রী

সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে ত্রিপুরা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলায় অভিযোগ তোলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ ছয়জনের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে তলবের ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়। তখনই কুণাল ঘোষ জানিয়েছিলেন তিনদিনের মধ্যে হাজিরা দেবেন তিনি। এরপর রবিবার রাতে খোয়াই থানার IO-কে ফোন করেন তৃণণূল নেতা৷ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানান তিনি৷ সেইমতো সোমবারই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কুণাল। পাশাপাশি এই মামলা প্রসঙ্গে তিনি জানান, কোনরকম সরকারি কাজে তিনি বাধা দেননি। এবং তিনি যে সরকারি কাজে কোন বাধা দেননি তার প্রমাণও রয়েছে। গোটা ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে স্পষ্ট ভাবে অভিযোগ তোলেন কুণাল ঘোষ।

Latest article