‘কোথায় সেই কেন্দ্রীয় বাহিনী’ ক্ষোভপ্রকাশ করলেন কুণাল ঘোষ

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল ঘোষ জিপিএম প্রার্থী সুভাষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অসম্মানজনক হামলার প্রতিবাদ করেছেন।

Must read

আজ পঞ্চায়েত নির্বাচন (Panchayat election) রাজ্য জুড়ে। সেখানেই সকল থেকেই আসছে হিংসার খবর। মুর্শিদাবাদেই (Murshidabad) তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তুফানগঞ্জে (Tufangunj) মৃত্যু হয়েছে আরও এক তৃণমূল কর্মীর। সিংহভাগ ক্ষেত্রেই বিরোধীরাই অশান্তি, গন্ডগোল করছে। আর আজ পঞ্চায়েতের দিনই সিপিএম, বিজেপি, কংগ্রেসকে একসঙ্গে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী হাসিনার হস্তক্ষেপ, অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের

শনিবার সকালেই রেজিনগর, বেলডাঙা ও খড়গ্রামে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। তুফানগঞ্জে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। এই অবস্থায় এদিন কুণাল ঘোষ বলেন, “কংগ্রেস, সিপিএম, বিজেপি, যেখানে সম্ভব আইএসএফ, তারা একজোট হয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের টার্গেট করে হামলা করছে। দুর্ভাগ্যজনক ভাবে রেজিনগর, তুফানগঞ্জে, খড়গ্রামে নিহত হয়েছেন। কংগ্রেস, সিপিএমের হাতে বিজেপির মদতে নিহত হয়েছে। ডোমকলে দুজন আহত হয়ে আছেন। কোথায় সেই কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন রিকুইজেশন দিলেন। সেই বাহিনী কোথায়।”

আরও পড়ুন-মঞ্চে ইতিহাস সৃষ্টিকারী ‘বারবধূ’

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল ঘোষ জিপিএম প্রার্থী সুভাষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অসম্মানজনক হামলার প্রতিবাদ করেছেন। ছবি তুলে ধরে তিনি জানান কেন্দ্রীয় বাহিনীকে প্রত্যক্ষ করা একেবারেই হতাশাজনক। তিনি লেখেন, ‘নদিয়ার হাঁসখালি-২ ব্লকে আমাদের জিপিএম প্রার্থী সুভাষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অসম্মানজনক হামলার তীব্র নিন্দা জানাই। রাজ্য বিজেপির গুন্ডা যে নিরলস সহিংসতা চালাচ্ছে তা আমাদের গণতন্ত্রের উপর এক নির্লজ্জ এবং ভয়ঙ্কর আক্রমণ। প্রার্থীদের বাড়িঘর ভাংচুরের নির্লজ্জ কর্মকাণ্ড নতুন মাত্রায় পৌঁছেছে। মেরুদন্ডহীন কেন্দ্রীয় বাহিনীকে প্রত্যক্ষ করা একেবারেই হতাশাজনক, নিরপরাধ লোকেরা এই নৃশংস হামলার শিকার হচ্ছে আর তারা নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। নির্বাচনী নৈতিকতার প্রতি এই স্পষ্ট অবজ্ঞা একটি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা।’

 

Latest article