ক্লিনচিট পেলেন কুণাল ঘোষ: পুলিশের প্রস্তাবিত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ হল আদালতে

আপাতত কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে এই মামলা আবার হাওড়া জেলা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে চলে যাচ্ছে।

Must read

সারদা মামলা নিয়ে জলঘোলা কম হয়নি। সেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাজ্য পুলিশ। এবার সারদার একটি (সাঁতরাগাছি) মামলায় কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে রাজ্য পুলিশের আনা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করে দিল MPMLA বিশেষ আদালত। এই ধারাগুলি সংক্রান্ত কুণালের কোনও অপরাধের প্রমাণ নেই বলে সোমবার জানিয়ে দেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য (Manojyoti Bhattacharjee)। মামলার বাকি অংশের বিচার যদিও চলবে।

আরও পড়ুন-বন্যায় মৃতের সংখ্যা ১৩০০ ছাড়াল

আপাতত কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে এই মামলা আবার হাওড়া জেলা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে চলে যাচ্ছে। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, “কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যক্তিগত যা যা অভিযোগ রাজ্য পুলিশের সিট এনেছিল, আদালত তা খারিজ করেছেন। মামলার সামগ্রিক বিষয় নিয়ে বিচার চলবে। আপাতত মামলা হাওড়া কোর্টে ফিরে যাচ্ছে।”

Latest article