রাজ্যে পুরসভা নির্বাচনের সময়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করে এবার বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, কুণাল ঘোষের দায়ের করা এই মামলায় আগামী ২০ মে শুভেন্দু অধিকারিকে হাজিরার নির্দেশ দিতে চলেছে আদালত।
জানা গিয়েছে, রাজ্যে পুরসভা নির্বাচনের সময়ে কুণাল ঘোষকে (Kunal Ghosh) তাজ্যপুত্র বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু। যার জেরে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শুভেন্দুর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। এদিন আদালতে শুনানিতে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও একাধিক সাক্ষি। তাঁদের সকলের বক্তব্য শোনার পর আদালতের বিচারপতি বিষয়টিকে বিচারযোগ্য অপরাধ বলে গ্রহণ করেছেন। এবং শুভেন্দু অধিকারিকে এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হচ্ছে। আগামী ২০ মে শুভেন্দুকে স্বশরীরে উপস্থিত হতে হবে আদালতে।
প্রসঙ্গত, পুরভোটের প্রচার উপলক্ষে শুভেন্দু আর কুণালের মধ্যে তরজা তুঙ্গে উঠেছিল। কাঁথি পৌরসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। কুণালের প্রচার ঝড়ে কার্যত চাপে পড়ে হতাশায় শুভেন্দু তাঁর রুচিবোধের পরিচয় দিয়ে ব্যক্তিগত কুৎসা নেমে পড়েন। এবং কুণাল ঘোষকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেন। শুভেন্দু সাংবাদিকদের বলেছিলেন, কুণাল ঘোষকে নাকি কোন এক সময় তাঁর বাবা ডাঃ কল্যাণ ঘোষ “ত্যাজ্যপুত্র” করেছিলেন। উত্তর দিতে দেরি করেননি কুণাল। শুভেন্দুর বক্তব্যের পর আইনি চিঠি পাঠান কুণাল। যেখানে বলা হয়, চিঠি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী পদক্ষেপ নেব।” এরপরই দায়ের হয় মামলা। সেই মামলাতেই এবার বিপদ বাড়তে চলেছে শুভেন্দুর।