“দলেই বিরোধী দলনেতার বিরোধী ২৮” শুভেন্দুকে খোঁচা কুণালের

Must read

প্রতিবেদন : রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের তৃণমূল বিধায়কের মানস ভুইঁয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন ৪ অক্টোবর। ওই আসনে তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব সোমবার দুপুরে বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করেন। আসন সংখ্যার বিচারে এমনিতেই সুস্মিতার জয় শুধু ঘোষণার অপেক্ষা ছিল। বিজেপি প্রার্থী না দেওয়ায় সুস্মিতা দেব অপ্রতিদ্বন্দ্বী হয়ে জিততে চলেছেন।

সুস্মিতার মনোনয়নের দিন আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে এবারও রাজ্যসভায় নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না বিজেপি । ফলফল পূর্ব নির্বারিত। বিজেপি বরং ভবানীপুর উপনির্বাচনে মনোনিবেশ করতে চায়।

আরও পড়ুন :বাবুলের ট্যুইটার এখন মমতাময়

এরপরই শুভেন্দুকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দুকে পাল্টা টুইটে কুণাল বলেন, “বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত ২৮ বিধায়ক। হিসেবের থেকেও কম ভোট পাবেন। অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না। সেই ভয়েই প্রার্থী না দিয়ে বড় বড় কথা। শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। যত দিন যাবে তৃণমূলের বিধায়ক বাড়বে। বিজেপির কমবে। জয় মা দুর্গা।”

Latest article