গৃহীত হল কুণালের মানহানির মামলা

Must read

প্রতিবেদন: সিপিএম (CPM) নেতা শতরূপ ঘোষ, বিমান বসু, মহম্মদ সেলিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দায়ের করা মানহানির মামলা বিচারযোগ্য বলে গ্রহণ করল আদালত। বুধবার শুনানির পর এই নির্দেশ দিয়েছেন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মামলার শুনানি চলবে ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে। এদিন হুইল চেয়ারে আদালতে হাজির হন কুণাল। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সিপিএমের হোলটাইমার পরিচয় দেওয়া শতরূপ ঘোষের ২২ লাখি গাড়ি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। সিপিএম পার্টির হোলটাইমার হয়ে তিনি কীভাবে বিলাসবহুল গাড়ি চড়ছেন তা নিয়ে নীতিগত প্রশ্ন তোলেন কুণাল। এই রাজনৈতিক আক্রমণের জবাব দিতে গিয়ে কুণালকে তাঁর বাবা তুলে আক্রমণ করে বসেন শতরূপ। আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে বসেই সাংবাদিক বৈঠকে এই নজিরবিহীন কুৎসিত আক্রমণ করেন শতরূপ। কখনও তিনি কুণালকে টেস্ট টিউব বেবি বলেন। কখনও বলেন কুণালের বাবার বেনামি সন্তান আছে। কুণালের (Kunal Ghosh) আইনজীবী অয়ন চক্রবর্তী তাঁর সওয়ালে বলেন, এই কুৎসা পার্টি অফিসে বসেই করা হয়েছে। তাই এর দায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এড়াতে পারেন না। শতরূপের ওই মন্তব্যের পর এতদিন কেটে গেলেও তাঁরা এসবের নিন্দা করেননি।, উল্টে মহম্মদ সেলিম খোলাখুলি সমর্থন করেছেন শতরূপকে। ফলে এঁদের ক্ষেত্রেও ধারাগুলি সমান ভাবে প্রযোজ্য। শুনানির পর বিচারক মামলাটি বিচারযোগ্য বলে রায় দেন ও শুনানির জন্য গ্রহণ করেন। পরে কুণাল বলেন, আমি একটা নীতিগত প্রশ্ন তুলেছিলাম। আমি দুর্নীতির অভিযোগ করিনি। আমি তো বলেছিলাম বাবার টাকায় কেনা তাও হতে পারে। এর জবাবে রাজনৈতিক আক্রমণ হতে পারে। কিন্তু রাজনীতির প্রশ্নে এভাবে কারুর বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবির মত বিজ্ঞানের অগ্রগতিকে অপমান করা যায় কি? আমার প্রশ্ন বিমান বসু, মহম্মদ সেলিম, বিকাশ ভট্টাচার্যদের কাছে, পার্টি অফিসে বসে এভাবে বাবা তুলে আক্রমণ, টেস্ট টিউব বেবি বলে আক্রমণ তাঁরা সমর্থন করেন কি? অনিল বিশ্বাস বেঁচে থাকলে এই ধরণের ঔদ্ধত্য ও কুৎসিত কথার নিন্দা করতেন। রাজনীতিতে আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতি বিমান বসু, সেলিমরা প্রশ্রয় দিচ্ছেন।

আরও পড়ুন: হনুমান জয়ন্তী: আধাসেনা মোতায়েন সহ একাধিক কড়া পদক্ষেপ রাজ্যের

Latest article