রাজ্যপাল ধারাবাহিকভাবে রাজ্যের যে রূপরেখা তৈরি করে দিচ্ছে তা ঠিক নয়। ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) আক্রমণ রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)।
কুণাল (Kunal Ghosh) এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “আইনশৃঙ্খলায় দেশের মধ্যে অন্যতম বাংলা। এই পরিস্থিতিতে চাইনা কোনও আপত্তিকর ঘটনা। মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছেন। আইন আইনের মতো চলছে। এরপরেও রাজ্যপাল ধারাবাহিকভাবে রাজ্যের রূপরেখা তৈরি করে দিচ্ছে তা ঠিক নয়। একটা ঘটনার প্রেক্ষিতে সরকার কী করছে তা দিয়েই তো সরকারের কাজকর্ম বিচার হয়। পুলিশ এক্ষেত্রে রং না দেখে গ্রেফতার করছে।”
আরও পড়ুন: বাল্যবিবাহ, পাচার রুখতে সচেতনতা শিবির মগরাহাট ২ ব্লকে
কুণাল তোপ দেগে বলেন, “রাজ্যপাল তাঁর দায়িত্ব পালন করুন। মুখ্যমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করছেন। এটা সামাজিক অপরাধ। এর সঙ্গে রাজনেৈতিক কোনও সম্পর্ক নেই। রাজ্যপাল ঘুম থেকে উঠে শুধু টুইট করেন। মূল্য উদ্দেশ্য কী। বাংলার উন্নয়ন তো ট্যুইট করে না। এই কুৎসা অপপ্রচার থামাতে হবে৷”
তিনি বলেন, “সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দায়ী করছে না। অধিকাংশ মানুষ তৃণমূল হলে তাহলে কী দোষ! মুখ্যমন্ত্রী কোথাও তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেনি। ”
বিজেপি কুৎসিত রাজনীতি করছে বলে এদিন জানান কুণাল। তাঁর কথায়, “একটি মেয়ে মারা গিয়েছে সকলে দুঃখপ্রকাশ করেছে। পুলিশ যথাযথ তদন্ত করছিল। কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এরপরে কী করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং করা হল। বিজেপি তদন্তকে প্রভাবিত করার জন্য এটা করা হয়েছে। সিবিআই যাতে আসল সত্যির কাছাকাছি যেতে না পারে। আসলে এদের সিবিআইয়ের ওপর আস্থা নেই। এরা তো উন্নাও, হাথরাসের রাজ্যের লোক।”