রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলনেতার অনুপস্থিতির যুক্তিকে কটাক্ষ কুণাল ঘোষের

বসার আয়োজনে সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তি জানিয়ে, অপমানের অভিযোগ তুলে শপথের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী হাজির হলেন না।

Must read

রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়েও এবার শুরু হয়েছে বিতর্ক। বসার আয়োজনে সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তি জানিয়ে, অপমানের অভিযোগ তুলে শপথের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী হাজির হলেন না। তার এই আচরণের জন্য বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন-‘নাগরিকত্ব নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে’ নেতাজি ইনডোর থেকে সরব মুখ্যমন্ত্রী

আজ, বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ রাজভবনে নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথ নেন । সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিরোধী দলের নেতা ও প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী উপস্থিত ছিলেন। এছাড়া আরো অনেকেই এদিন ছিলেন। তবে যাননি শুভেন্দু অধিকারী। কিন্তু আজকের এই অনুষ্ঠান এড়ানোর জন্য রাজ্যকেই দায়ী করেছেন তিনি। প্রথমে টুইট করেন আর তারপর সাংবাদিক বৈঠক করে বসার আয়োজন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কতি দপ্তরকে নিশানা করেন তিনি।

আরও পড়ুন-‘আমরাও বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কখনও মানুষের স্বার্থে উন্নয়নের কাজ ব্যাহত করিনি’ ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী ছবি পোস্ট করে জানান বিরোধী দলনেতার পাশেই বিজেপি ত্যাগী দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও বিশ্বজিৎ কুণ্ডুর বসার ব্যবস্থা করা হয়েছিল। তৃণমূল সাংসদদের সামনের সারিতে বসিয়ে রাজ্যের বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে পিছনে আসন দেওয়া হল, সেই নিয়েও এদিন প্রশ্নও তোলেন শুভেন্দু।

আরও পড়ুন-বিজেপি শাসিত অসমের ট্রিগার হ্যাপি পুলিশের গুলিতে প্রাণ হারলেন পাঁচ গ্রামবাসী, মর্মাহত মুখ্যমন্ত্রী

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠান এড়ানো মোটেও ভাল ভাবে নেন নি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘এটা চরম অসৌজন্য। এতে রাজনীতির কী আছে। ওর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আছে, সারদার ব্ল্যাকমেলার হিসেবে নাম আছে। এখন নাটক করার চেষ্টা করছে। ও যা করেছে তাতে তৃণমূলের সঙ্গে চোখে চোখ মেলাবার সাহস নেই। হীনমন্যতায় ভুগছে। বেইমানি করে গিয়েছে, কোন লজ্জায় দাঁড়াবে সবার সামনে, তাই ভেবে পাচ্ছে না। রাজ্যপালকেও শুভেন্দুর কুকীর্তি জানানো হবে।’

আরও পড়ুন-ফের বিরোধী দলনেতাকে কড়া নোটিশ

তিনি টুইট করে আরো বলেন, ‘রাজ্যপালের শপথে নেই। টুইটে অসৌজন্য ও মিথ্যাচার শুভেন্দুর। যে সরকার ও দলে ও মন্ত্রী, সাংসদ, অজস্র পদাধিকারী ছিল, তার বিরুদ্ধে কুৎসা, নাটক করছে শুধু নিজেকে সিবিআই ইডি থেকে বাঁচাতে। চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার শুভেন্দু সম্পর্কে সব তথ্য রাজ্যপালকে যথাসময়ে দেওয়া হবে।’

 

Latest article