ফের বিরোধী দলনেতাকে কড়া নোটিশ

একটি নিষ্পাপ শিশুকে নিয়ে যে ট্যুইট শুভেন্দু করেছেন তা অবিলম্বে মুছে ফেলে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে শিশু অধিকার সুরক্ষা কমিশন।

Must read

প্রতিবেদন : রাজ্যের বিরোধী দলনেতাকে আবার কড়া ভাষায় চিঠি দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। কমিশনের শোকজের প্রেক্ষিতে আইনজীবী মারফত একটি চিঠি দিয়েছিলেন শুভেন্দু। সেই চিঠিতে কমিশনের বিরুদ্ধে পাল্টা কিছু অভিযোগ এনেছেন তিনি। এরই জবাবে কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন, কমিশন দেওয়ানি আদালতের সমমর্যাদাসম্পন্ন। কমিশনকে কোনও প্রশ্ন করার এক্তিয়ার শুভেন্দু অধিকারীর নেই।

আরও পড়ুন-বিরোধী দলনেতার সঙ্গে লড়াই তুঙ্গে, ডিসেম্বর ধামাকা উড়িয়ে দিলেন রাজ্য সভাপতি

এই চিঠি পাওয়ার দু’দিনের মধ্যে কমিশনের শোকজের জবাব দিতে বলা হয়েছে তাঁকে। কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। একটি নিষ্পাপ শিশুকে নিয়ে যে ট্যুইট শুভেন্দু করেছেন তা অবিলম্বে মুছে ফেলে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে শিশু অধিকার সুরক্ষা কমিশন। অভিষেক-পুত্রের জন্মদিন নিয়ে শুভেন্দুর মিথ্যাচারের জন্য তাঁকে শোকজ করেছিল শিশু অধিকার সুরক্ষা কমিশন। এর উত্তরে শুভেন্দু যে চিঠি দিয়েছেন তাকে অসম্পূর্ণ, অযৌক্তিক, দ্ব্যর্থক, পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করা হয়েছে কমিশনের চিঠিতে। মনে করিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি শিশুরই মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকার রয়েছে।

Latest article