ভোট পরবর্তী রায় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বিজেপিকে কুণাল ঘোষের তোপ

Must read

ভোট-পরবর্তী হিংসার মামলায় আজ সিবিআই-সিট তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস। শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এই বিষয়ে জানান, কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ নির্দেশ পর্যালোচনা করে দেখা হবে। তারপর দলের শীর্ষ নেতৃত্বের তরফে মন্তব্য করা হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কুণাল ঘোষ বলেন, হাইকোর্টের রায়ের পুরোটা বিশ্লেষণ করা হবে। বিষয়টির উপর নজর রাখছে দলের শীর্ষ নেতৃত্বে। আইনজীবীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তিনি যোগ করেন, ‘হাইকোর্টের রায় নিয়ে কোনও মন্তব্য করব না। দলের শীর্ষ নেতৃত্ব যথাসময়ে বিষয়টি জানাবে।’
পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চের আজ নির্দেশ দেওয়া হয়েছে, ছ’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সিটকে অন্তর্বর্তীকালীন তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

কুনাল ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে টুইট করেন, “ভোটের আগে বিজেপি বলেছিল: ভোট মিটলে অনাথ করে দেব, ছইঞ্চি উচ্চতা কমাব, শ্মশানে নিয়ে যাওয়ার লোক পাবেন না, মারব এখানে লাশ পড়বে শ্মশানে, হাত পা ভাঙব, বুকে গুলি করুক সিআরপিএফ ইত্যাদি। প্রতিটি হুমকি সবার জানা। বারবার হিংসার উস্কানি, নির্দেশ দিয়েছে বিজেপি।”

 

Latest article