মতুয়াদের বারুণী মেলায় পৌঁছতে পারেন নি রাজ্যপাল জগদীপ ধনখড়। মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিলেন কিন্তু মাঝপথ থেকেই ফিরলেন রাজভবনে।
আরও পড়ুন-আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে এদিন কৈখালিতে শারীরিক সমস্যা অনুভব করেন রাজ্যপাল। সেখান থেকেই গাড়ি ঘুরিয়ে নেওয়া হয়। রাজ্যপালের ওএসডি মতুয়া মেলা কর্তৃপক্ষকে জানিয়েছেন, রাজ্যপাল যেতে পারবেন না। সেখান থেকেই রাজভবনে আসে রাজ্যপালের গাড়ি। রাজভবন সূত্রে খবর এদিন হজমের সমস্যা হয়েছিল রাজ্যপালের। যদিও চিকিৎসকরা এই নিয়ে কিছু বলেন নি। রাজভবনে পৌঁছেও চিকিৎসা চলছে রাজভবনে। এসএসকেএমের সঙ্গে এবং একটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বারুণী মেলায় যাওয়ার পর ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা ছিল রাজ্যপালের। শান্তনু ঠাকুরের তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই রাজ্যপাল যেতে পারেন নি সেই কথা জানিয়েছেন শান্তনু ঠাকুর।
আরও পড়ুন-ইঁদুরের কামড়ে মৃত্যু ব্যক্তির, তেলেঙ্গানার হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের
রাজ্যপালের শারীরিক অবস্থা জানার পরেই খোঁজ নিতে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সুস্থতা কামনা করেন তিনি, সাবধানে থাকার পরামর্শ দেন। যে কোনও প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলমত নির্বিশেষেহ সৌজন্যবোধ সকলের জন্য এক বিশেষ উদাহরণ। তবে রাজ্যপাল প্রথম থেকেই রাজ্যনীতি বিরুদ্ধ কাজ করে এসেছেন যা নিয়ে দলের অন্দরে ক্ষোভ রয়েইছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জগদীপ ধনখড়কে কটাক্ষ করে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘রাজ্যপালের শারীরিক ও মানসিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি’।
রাজ্যপালের শারীরিক ও মানসিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 2, 2022