আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

করোনা সংক্রমণের জেরে গত ২ বছর বন্ধ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২০ সালে অর্ধেক পরীক্ষা হওয়ার পরেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল।

Must read

আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২ বছর পর রাজ্যের (state) উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। স্কুলে গিয়ে পরীক্ষা দেবেন তাঁরা। করোনাবিধি মাথায় রেখে এবার সবাই হোম সেন্টারেই পরীক্ষা দেবে। এই প্রথম নিজের স্কুলে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হবে তাদের। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালেই টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। তিনি লিখেছেন “2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সকল পরীক্ষার্থীদের শুভকামনা!”

আরও পড়ুন-ইঁদুরের কামড়ে মৃত্যু ব্যক্তির, তেলেঙ্গানার হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

করোনা সংক্রমণের জেরে গত ২ বছর বন্ধ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২০ সালে অর্ধেক পরীক্ষা হওয়ার পরেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২১ সালে পরীক্ষা ঘোষণা করেও শেষ পর্যন্ত বাতিল করা হয়। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় বসছেন ৭,৪৫,০০০ হাজার পরীক্ষার্থী। এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৭১,০০০-র বেশি।

 

Latest article