‘খেলা হবে দিবস’ নিয়ে বাড়ছে উচ্ছাস, টুইট করে সন্তুষ্টি প্রকাশ করলেন কুণাল ঘোষ

Must read

রাজ্যে ‘খেলা হবে’ দিবস নিয়ে প্রথম থেকেই চলেছে জোর জল্পনা, মতানৈক্য কিন্তু তারপরেও আজ ১৬ই অগাস্ট দেশজুড়ে পালিত হচ্ছে ‘খেলা হবে’ দিবস। বাদ যায়নি ত্রিপুরাও। এই বিশেষ দিনটিকে ঘিরে অনেকদিন ধরেই চলেছে কটাক্ষ, পাল্টা কটাক্ষ। কিছুদিন আগে শুভেন্দুর কটাক্ষের জবাব দিয়েছিলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন- ‘খেলা হবে দিবস’ নিয়ে বাড়ছে উচ্ছাস, টুইট করে সন্তুষ্টি প্রকাশ করলেন কুণাল ঘোষ

তিনি লিখেছিলেন, ‘রাজ্য BJP-র মিছিল। খেলার জন্য। রাহুল সিনহার নেতৃত্বে। আসলে শুভেন্দু অধিকারী না জানেন দলের ইতিহাস, না আছে বাংলার ময়দানের সঙ্গে সম্পর্ক। খেলা হবে দিবসের বিরোধিতা করার আগে পুরনো BJP সৈনিকের কাছ থেকে বাস্তব জানুন। শুধু হুক্কা হুয়া চলে না।’

আজ সেই ঐতিহাসিক দিন এবং সকাল সকাল খেলা শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়! বল পায়ে মাঠে নামলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, আবির বিশ্বাস, শান্তনু সেন, অর্পিতা ঘোষ, সুবল ভৌমিক-সহ বাংলা ও ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। এমনকি এই অবস্থায় চা চক্রের পর ফুটবল খেললেন দিলীপ ঘোষ।এই নিয়ে এবার নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করলেন।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুভাষ সরোবরে ফুটবল টুর্নামেন্ট

তিনি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ‘” খেলা হবে দিবস।” সর্বত্র পালন চলছে।
@AITCofficial তো বটেই, বহু ক্লাব, এমনকি অন্য দলের নেতা, সদস্যরাও এই দিনটিকে মান্যতা দিয়ে ফুটবল নিয়ে নেমেছেন। বাংলা, ত্রিপুরাসহ বহু রাজ্যে একই ছবি। অনেকের পায়ে আজই প্রথম ফুটবলের ছবিও দেখা যাচ্ছে। দারুণ সাড়া।’

 

Latest article