আজ নন্দীগ্রাম যাচ্ছেন কুণাল, পতাকা ছিঁড়ে তৃণমূলকর্মীদের মেরে নন্দীগ্রামে গেরুয়া-সন্ত্রাস

পূর্ব মেদিনীপুরে শনিবার একাধিক সভা করার পর নন্দীগ্রামে রবিবার বিজয়া সম্মিলনীর সভা করবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুরে শনিবার একাধিক সভা করার পর নন্দীগ্রামে রবিবার বিজয়া সম্মিলনীর সভা করবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তার আগে শনিবার বিকেলে মহেশপুরে রাজ্যের বিরোধী দলনেতার বিজয়া কর্মসূচি ছিল। আর বিরোধী দলনেতার সভার আগেই নন্দীগ্রামের মহেশপুর এলাকায় বিজেপি কর্মী-সমর্থদের ব্যাপক তাণ্ডব। তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পতাকা ছেঁড়া এবং কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন-ট্রেইল পাস জয়

এর পিছনে বিরোধী দলনেতার প্ররোচনা রয়েছে বলেও অভিযোগ। উদ্দেশ্য, তৃণমূল কর্মীদের মনোবল ও একতায় চিড় ধরানো। এই সমস্ত অভিযোগে অপরাধীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, গভীর রাতে তাদের দলীয় পতাকা, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। তাদের বহু কর্মী-সমর্থককে মারধর করা হয়েছে। তাদের আরও অভিযোগ, পুলিশ সবকিছু জেনেও নিষ্ক্রিয় ছিল। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে মহেশপুর বাজারে যাওয়ার প্রধান রাস্তায় কয়েকজন কর্মী নিয়ে পথ অবরোধ করেন নন্দীগ্রাম ১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি স্বদেশ দাস। বিজেপি এই অভিযোগ অস্বীকার করলেও স্বদেশ দাস বলেন, ‘বিজেপি বিনা প্ররোচনায় তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর করছে। দলের পতাকা ছিঁড়ে দিচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই পথ অবরোধ।’

Latest article