প্রতিবেদন : সম্প্রতি রাশিয়া ইউক্রেনের একাধিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। তার ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ একাধিক এলাকা নিয়মিতভাবে বিদ্যুৎহীন হয়ে পড়ছে। এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিশকো (kyiv Mayor Vitali Klitschko) বলেছেন, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবার উন্নতি না হলে শীতে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রবল ঠান্ডায় মানুষ জমে মারা যাবেন। পশ্চিমি দেশগুলির কাছে তাঁর কাতর আর্জি, দ্রুত কম্বল ও জেনারেটর পাঠান। নাহলে এবারের শীতে ঠান্ডায় জমে অসহায়ভাবে মারা যাবেন ইউক্রেনবাসী। ব্রিটিশ মিডিয়াকে মেয়র ক্লিশকো (kyiv Mayor Vitali Klitschko) জানিয়েছেন, এবারের শীত আমাদের কাছে সত্যিই চ্যালেঞ্জের হতে চলেছে। প্রায় এক হাজার ভ্রাম্যমাণ হিটিং পয়েন্টও তৈরি করা হয়েছে কিয়েভ শহরে। বিদ্যুৎ পরিকাঠামোর প্রায় ৪০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে। কিয়েভের বাইরে ইউক্রেনের বহু জায়গা বিদ্যুতের অভাবে নিষ্প্রদীপ থাকছে।
আরও পড়ুন-ফিলিপিন্সে মৃত ৭৫