সংবাদদাতা, হুগলি : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। দুদিন আগে সিঙ্গুরে এসে বিজেপির রাজ্য সভাপতি এখানকার জমিতে কোনও চাষবাস হচ্ছে না বলে যে বিবৃতি দেন তার প্রতিবাদ করে শ্রমমন্ত্রী বলেন, ‘যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল তখন তো সুকান্ত মজুমদারের রাজনীতিতে হাতেখড়িই হয়নি। আমরা সেদিনই বলেছিলাম, তিনফসলি জমিতে কোনও শিল্প করা যাবে না। সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে মান্যতা দিয়েছিল।
আরও পড়ুন-জেলা পুলিশের উদ্যোগে মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য বারাসতে নামছে উইনার্স
বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার ফলে ওদের নেতারা সিঙ্গুরের মাটিতে এসে নানা ধরনের বিবৃতি দিয়ে টিভির পর্দায় ভেসে থাকতে চাইছেন।’ মন্ত্রী আরও বলেন, ‘উপনির্বাচনগুলোতে হেরে এমনিতেই ওরা দিশেহারা। বাংলার মাটিতে ওদের কোনও স্থান নেই এটা ওরা বুঝে গিয়েছে। যেজন্য এই ধরনের নাটক করছে। তার উপর যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিভিন্ন দেশ থেকে শিল্পপতিরা যোগ দিয়ে এরাজ্যে বিনিয়োগের আশ্বাস দেওয়ায় বিজেপি নেতাদের মাথা আরও খারাপ হয়ে যাচ্ছে।’ হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সম্প্রতি বলেন যে, ২০২৪-এর লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপি ২৫টা আসন পাবে। তাঁর এই দাবিকেও এককথায় নস্যাৎ করে দিয়ে মন্ত্রী বলেন, ‘পঁচিশ তো দূরের কথা, লকেটদেবী নিজের আসনটা ধরে রাখতে পারবেন কিনা সেটা আগে দেখুন। তাঁর জেতা নিয়েই তো সন্দেহ আছে!’