জেলা পুলিশের উদ্যোগে মহিলা ও শিশুদের সুরক্ষার জন্য বারাসতে নামছে উইনার্স

উত্তর ২৪ পরগনা জেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পর এবার বারাসত পুলিশ জেলাতেও গড়ে তোলা হল পুলিশের এই বিশেষ বাহিনী।

Must read

সংবাদাদাতা, বারাসত : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলা ও শিশুদের উপর অত্যাচার ঠেকাতে, তাঁদের সুরক্ষার জন্য রাজ্যের সর্বত্র পুলিশের উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা উইনার্স বাহিনী। এই বাহিনী পথে নেমে সজাগ থাকবে মহিলা ও শিশুদের সুরক্ষার বিষয়ে। উত্তর ২৪ পরগনা জেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পর এবার বারাসত পুলিশ জেলাতেও গড়ে তোলা হল পুলিশের এই বিশেষ বাহিনী।

আরও পড়ুন-জয়ে ফেরার প্রস্তুতি শুরু নাইটদের, মুম্বইয়ে কাল মুখোমুখি শ্রেয়স ও হার্দিক

ইতিমধ্যে কলকাতা-সহ বেশ কয়েকটি পুলিশ কমিশনারেট এলাকায় মহিলা উইনার্স বাহিনী থাকলেও এই প্রথম বারাসত জেলা পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হল। বুধবার বারাসত পুলিশ জেলার সদর দফতর ময়নায় বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ‘বারাসত, মধ্যমগ্রামের মতো জেলার বড় বড় থানা এলাকাগুলিতে উইনার্স বাহিনীর মহিলা সদস্যদের সংখ্যা হবে ১২। পাশাপাশি হাবড়া, অশোকনগরের মতো থানাগুলিতে আপাতত অত্যাধুনিক এই মহিলা বাহিনীর সদস্যসংখ্যা থাকবে ৬ জন। পরে ধাপে ধাপে এটা বাড়িয়ে করা হবে ১০ জন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানায় এই বিশেষ বাহিনীর মহিলা সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই থানাগুলির এক্তিয়ারভুক্ত এলাকার রাস্তায় রাস্তায় দেখা যাবে মহিলা পুলিশের এই বিশেষ উইনার্স বাহিনীকে।’

Latest article