জয়ে ফেরার প্রস্তুতি শুরু নাইটদের, মুম্বইয়ে কাল মুখোমুখি শ্রেয়স ও হার্দিক

উমেশ যাদব আবার প্র্যাকটিসের ফাঁকে সময় দিলেন নেট বোলারদের। এবারের আইপিএলে বল হাতে চমৎকার ছন্দে রয়েছেন উমেশ।

Must read

মুম্বই, ২১ এপ্রিল : শুরুটা ইতিবাচক হলেও পরপর তিন ম্যাচ হেরে এখন কোণঠাসা কলকাতা নাইট রাইডার্স। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএলের সাত নম্বরে নেমে গিয়েছে তারা। এই পরিস্থিতিতে শনিবার হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছেন নাইটরা। যারা আবার এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। যদিও ফর্মে থাকা হার্দিকদের বিরুদ্ধে যেভাবেই হোক জয় ছিনিয়ে নিতে এবার মরিয়া নাইটরা।
আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর দলের পাশে দাঁড়িয়েছিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। ট্যুইট করে প্রশংসা করেছিলেন নাইটদের লড়াকু মানসিকতার। কিং খানের সেই বার্তা বাড়তি প্রেরণা দিচ্ছে গোটা দলকে। এদিন নেটে ঘাম ধরানোর পাশাপাশি শ্রেয়সকে দেখা গেল রীতিমতো হাল্কা মেজাজে। চাপ কাটিয়ে সতীর্থরা যাতে খোলা মনে গুজরাট ম্যাচে মাঠে নামতে পারেন, সেদিকে নজর রাখছেন নাইটদের নেতা।

আরও পড়ুন-আজ লড়াই ‘কুলচা’ জুটির পন্থকেই কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ

অন্যদিকে, ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল আবার দীর্ঘক্ষণ জিমে ঘাম ঝরালেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত রাসেলের ব্যাট থেকে একটাই ম্যাচ জেতানো ইনিংস এসেছে। শনিবারের ম্যাচে ক্যারিবিয়ান তারকা নিজেও যে চেনা ফর্মে ফিরতে মরিয়া, সেটা তাঁর শরীরী ভাষাতেই পরিষ্কার ফুটে উঠছে। নেটে অনেকটা সময় ব্যাট করলেন আরেক বিদেশি তারকা অ্যারন ফিঞ্চও। সব মিলিয়ে গুজরাট ম্যাচের প্রস্তুতি জোরকদমে শুরু কেকেআর শিবিরে।

আরও পড়ুন-পুরুলিয়ায় পানীয় জল দিতে বসছে সৌরপাম্প

এদিকে, উমেশ যাদব আবার প্র্যাকটিসের ফাঁকে সময় দিলেন নেট বোলারদের। এবারের আইপিএলে বল হাতে চমৎকার ছন্দে রয়েছেন উমেশ। ডেলিভারির সময় বলের গ্রিপ কেমন হওয়া উচিত, তা নিয়ে টিপস দিলেন উমেশ। তাছাড়া হাত কতটা উঁচুতে থাকবে বা আঙুলের ব্যবহার কী হবে, তা নিয়েও পরামর্শ দেন উমেশ।

Latest article