আজ লড়াই ‘কুলচা’ জুটির পন্থকেই কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ

শুক্রবার ফের মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ, কুলদীপ যাদবদের সামনে এবার আইপিএলে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালস।

Must read

মুম্বই, ২১ এপ্রিল : শুক্রবার ফের মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ, কুলদীপ যাদবদের সামনে এবার আইপিএলে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালস। কুলদীপের সঙ্গে যুজবেন্দ্র চাহালের দ্বৈরথ ম্যাচের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। দুই রিস্ট স্পিনার দারুণ ফর্মে রয়েছেন। চাহাল আগের ম্যাচেই হ্যাটট্রিক-সহ পাঁচ উইকেট নিয়েছেন। রাজস্থানের জস বাটলার ও অধিনায়ক সঞ্জু স্যামসনও রয়েছেন দুরন্ত ফর্মে। চলতি আইপিএলে দু’টি সেঞ্চুরি করে ফেলেছেন বাটলার। শুক্রবার তাঁকে থামানোর বড় পরীক্ষা কুলদীপদের।

আরও পড়ুন-পুরুলিয়ায় পানীয় জল দিতে বসছে সৌরপাম্প

চলতি আইপিএলে নিজেকে ফিরে পেয়েছেন কুলদীপ। বাঁ-হাতি চায়নাম্যান স্পিনারকে পড়তে সমস্যায় পড়ছেন ব্যাটাররা। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরা স্পিনার কুলদীপ। কলকাতা নাইট রাইডার্সে শেষ দুই মরশুম সুযোগ না পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। দিল্লিতে এসে নিজেকে ফিরে পেয়েছেন চায়নাম্যান স্পিনার। পাঞ্জাব ম্যাচের পর কুলদীপ বললেন, ‘‘চলতি আইপিএলে আমাকে দলের তরফে অনেক আত্মবিশ্বাস দেওয়া হয়েছে। দলের আস্থার মর্যাদা রাখতে পেরে খুশি।

আরও পড়ুন-ধানতলা-কাণ্ডে মুখ পুড়ল বিজেপির, ময়নাতদন্তের দ্বিতীয় রিপোর্টেও উল্লেখ নেই ধর্ষণ বা খুনের

মানসিকভাবে আমি খুব ভাল জায়গায় রয়েছি এবং আমার কাছে পরিষ্কার যে, ব্যাটার কীভাবে আমাকে প্রত্যুত্তর দেবে।’’ এর পর কুলদীপের সংযোজন, ‘‘অনেকদিন পর আমি বোলিং উপভোগ করছি। কৃতিত্ব দেব ঋষভকে (পন্থ) কারণ, ও স্পিনারদের পাশে আছে। বোলারদের অনেক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ঋষভ কারণ ও আতঙ্কে থাকে না। এটাই সম্ভবত বড় প্লাস পয়েন্ট।’’

Latest article