মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন লাসিথ মালিঙ্গা, পরিকল্পনা শুরু

মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফের ভূমিকায় মালিঙ্গা এই বছরই প্রথম নয়। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা

Must read

আগামী আইপিএলের (IPL 2024) জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। লাসিথ মালিঙ্গা ২০২১ সালে অবসরের পর রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন । আবার মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে মাঠে দেখা যাবে তাকে। তবে নতুন ভূমিকায়। মুম্বই ইন্ডিয়ান্স শেন বন্ডকে ফাস্ট বোলিং কোচের পদ থেকে সরাল ।

আরও পড়ুন-হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা পবন

মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফের ভূমিকায় মালিঙ্গা এই বছরই প্রথম নয়। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। পরের বছর প্লেয়ার হিসেবে মাঠে নামেন। জসপ্রীত বুমরার সঙ্গে বোলিংয়ে ছিলেন মালিঙ্গা। মুম্বইয়ের হয়ে পাঁচটি ট্রফি জয় মালিঙ্গার, চার বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং এক বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রাখার মতোই। ১৩৯ ম্যাচে ১৯৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা। ইকোনমি মাত্র ৭.১২। ১৭০টি উইকেটই নিয়েছেন আইপিএলে।

আরও পড়ুন-কলকাতা মেট্রোয় নয়া পরিকল্পনা, আর খুলবে না উল্টো দিকের দরজা

সবমিলিয়ে ইতিমধ্যেই আইপিএল নিয়ে পারদ চড়ছে। নিজেদের জিতের ধারা বজায় রাখতে মরিয়া মুম্বাই।

Latest article